আজকাল ওয়েবডেস্কঃ পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হৃদরোগ। এর মধ্যে একটি বড় অংশের মানুষের মৃত্যু হয় সঠিক সময় চিকিৎসা না করানোর জন্য। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই যদি চিকিৎসা শুরু করা যায় তবে বহু ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু অনেকেই হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলি উপেক্ষা করেন। বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের কিছু লক্ষণ এক মাস আগেও দেখা দিতে পারে। যা চিহ্নিত করে সতর্ক হলে বিপদ এড়ানো যায়।
*বুকে ব্যথা বা অস্বস্তি: এটি হার্ট অ্যাটাকের একটি প্রধান লক্ষণ। বুকের মাঝখানে বা বাম দিকে চাপ, চেপে ধরা, ব্যথা, বা জ্বালা অনুভূত হতে পারে। এই ব্যথা কয়েক মিনিট ধরে স্থায়ী হতে পারে অথবা বারবার হতে পারে।
*শ্বাসকষ্ট: বুকে ব্যথা ছাড়াই বা ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। মনে হতে পারে যেন দম বন্ধ হয়ে আসছে। হৃদযন্ত্র ঠিকমতো কাজ করতে না পারলে দেহে অক্সিজেন সরবরাহ হ্রাস পায়। ফলে শ্বাসকষ্ট হয়।
*অতিরিক্ত ঘাম: হার্ট অ্যাটাকে আগে কারণ ছাড়াই হঠাৎ করে ঠান্ডা ঘাম হতে পারে। সঙ্গে মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা অনুভূত হতে পারে।
*অস্বাভাবিক ক্লান্তি, দুর্বলতা: হৃদরোগের ক্ষেত্রে অনেক সময়ে রোগী অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে। এই ধরনের উপসর্গ জানান দেয় যে আপনি হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার এটি প্রধান লক্ষণ।
*ঘুমের ব্যাঘাত বা অস্থিরতাঃ অনেকেরই হার্ট অ্যাটাকের আগের দিনগুলিতে ঘুমের ব্যাঘাত ঘটে, ঘন ঘন ঘুম ভেঙে যায় অথবা রাতে অস্বাভাবিক অস্থিরতা অনুভব করেন।
*অনিয়িত হৃদস্পন্দনঃ অনিয়মিত হৃদস্পন্দনের কারণে হৃদযন্ত্র রক্ত পাম্প করার ক্ষমতা হারায়। ফলে হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় রোগীর প্রাণ হারানোর আশঙ্কা থাকে।
*বমি বমি ভাব, পেটে অস্বস্তিঃ হার্ট অ্যাটাকের লক্ষণগুলি সবসময় বুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে মহিলা এবং বয়স্কদরা হার্ট অ্যাটাকের আগের দিনগুলিতে বমি বমি ভাব, বদহজম, পেট ফাঁপা বা পেটে ব্যথা অনুভব করতে পারেন।
যদি কেউ এই লক্ষণগুলোর মধ্যে কোনওটি অনুভব করেন, তবে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়া উচিত।
