আজকাল ওয়েবডেস্ক: যতই রাখঢাক থাকুক, যৌনতা আমাদের জীবনের সঙ্গে ওত:প্রোতভাবে জড়িত। কিন্তু যৌনজীবন সম্পর্কে এখনও অনেকের সঠিক ধারণা নেই। বিশেষ করে প্রথমবার শারীরিক মিলনের সময়ে অনেক যুগলই কিছু ভুল করে ফেলেন। যা তাঁদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। শারীরিক তো বটেই, এমনকী সম্পর্কের রসায়ন অটুট রাখতেও এই ভুলগুলি এড়িয়ে চলা উচিত।
১. প্রস্তুতির অভাব: অনেকেই প্রথম যৌনমিলনের আগে মানসিক ও শারীরিক প্রস্তুতির গুরুত্ব উপেক্ষা করেন। কিন্তু মনে রাখবেন, সঠিক প্রস্তুতি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং যৌনতার অভিজ্ঞতাকে আরও সুখকর করে তোলে।
২. যোগাযোগের ঘাটতি: যৌনমিলনের আগে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। নচেৎ অস্বস্তি , ভুল বোঝাবুঝি হতে পারে। উভয়ের ইচ্ছা, সীমাবদ্ধতা ও প্রত্যাশা নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. সুরক্ষার প্রতি উদাসীনতা: অনেকে প্রথমবার সুরক্ষার বিষয়টি উপেক্ষা করেন। যা অবাঞ্ছিত গর্ভধারণ ও যৌনরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। সুরক্ষিত যৌনমিলন স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
৪. অবাস্তব প্রত্যাশা: প্রথম যৌনমিলন সম্পর্কে উচ্চ প্রত্যাশা বাস্তবে হতাশার কারণ হতে পারে। যৌন মিলন নিয়ে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে চিন্তাভাবনা রাখা উচিত।
৫. নিজের চাহিদা উপেক্ষা করা: মনে রাখবেন, সঙ্গীর সন্তুষ্টির দিকে অতিরিক্ত মনোযোগ দিয়ে নিজের চাহিদা উপেক্ষা করা উচিত নয়। উভয়ের আনন্দ ও স্বাচ্ছন্দ্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
৬. সংযম জরুরি: প্রথম বারের সঙ্গমে উত্তেজনা থাকতেই পারে, কিন্তু পাশাপাশি সংযমও জরুরি। কারণ সামান্য ভুলই বড় বিপদের কারণ হতে পারে। অনেক সময়ে যুগলদের দু'জনের শারীরিক সম্পর্ক ও পরবর্তী জীবন নিয়ে আলাদা চাহিদা থাকে। সেক্ষেত্রে সম্পর্কে জটিলতা আসতে পারে।
৭. অন্যকে গল্প করা: অনেকেই যৌনতা নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলতে পছন্দ করেন না। তাই আপনার সঙ্গী যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে এবিষয়ে অন্য কাউকে না বলাই শ্রেয়। এতে সম্পর্কে তিক্ততা বাড়তে পারে।
