আজকাল ওয়েব ডেস্ক: পুজো মানেই দেদার আনন্দ। সাজগোজ, আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়া আর সারা রাত ধরে প্যান্ডেল হপিং। সারা বছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। এদিকে টানা রাত জাগা, খাওয়াদাওয়ার অনিয়ম, যথেচ্ছ মেকআপের ব্যবহারে প্রভাব পড়ে ত্বকে। প্রাণহীন হয়ে যায় ত্বক। তবে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকেই জৌলুস ঠিক রাখতে পারেন। জেনে নিন সেই বিষয়ে-

দুধ এবং মধুর মিশ্রণ- মধু এবং দুধের পাতলা পেস্ট করে মুখে মাখলে তা ভাল কাজ করে। শুকনো ত্বকের জন্যেও এই পেস্ট অত্যন্ত কার্যকরী। মধু এবং দুধের মিশ্রণ শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতেও কার্যকরী।

কলার ফেসপ্যাক- পাকা কলা এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ ত্বকের জেল্লা ফেরাতে ভীষণ কার্যকর। অযত্নের কারণেো অনেক সময়েই ত্বকে কালচে ভাব আসে। সেক্ষেত্রে এই ফেসপ্যাক জেল্লা ফিরিয়ে আনে।

চন্দনের ফেসপ্যাক- এক টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং তার সঙ্গে গোলাপজলের মিশ্রণ মুখে মাখলে ম্যাজিকের মতন কাজ করে। ত্বকের জেল্লা বাড়াতে কাজ করে। ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেসপ্যাক। এছাড়াও ত্বকের মধ্যে চমক এনে দেয় এই ফেসপ্যাক।

কফি দই এবং হলুদের ফেসপ্যাক- ২ টেবিল চামচ কফি, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণের ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারী। মাত্র কয়েকদিনে এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফেরাতে এবং উজ্জ্বল করতে  পারে।