আজকাল ওয়েবডেস্কঃ দেখতে যতই ছোট হোক, পিঁপড়ের উপদ্রবে নাজেহাল হয় সকলে। শীত কাটতেই সেই যে গা ঝাড়া দেয়, টানা কয়েক মাস ঘরের সর্বত্র দাপিয়ে বেড়ায়। আলমারি হোক কিংবা রান্নাঘরের কোণ, বারান্দায় এমনকী বাথরুমেও পিপঁড়ের হাত থেকে নিস্তার মেলে না। শুধু খাবার কিংবা ঘরের জিনিসপত্র নষ্টই নয়, পিঁপড়ে একবার কামড় বসালেই চুলকানি, জ্বালা সহ ত্বকের আরও অনেক সমস্যা হতে পারে। পিপড়ে তাড়াতে অনেকেই বাজারচলতি কীটনাশক ব্যবহার করেন। কিন্তু তাতেও সবসময় সুফল পাওয়া যায় না। বদলে কয়েকটি ঘরোয়া উপায়ে ভরসা রাখলে স্বস্তি পেতে পারেন। 

১. লেবুর রসের জাদুঃ পিঁপড়ে তাড়ানোর একটি দুর্দান্ত ঘরোয়া উপায় হল লেবুর রস। যার জন্য শুধু খানিকটা জল গরম করে তাতে লেবুর রস যোগ করতে হবে। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে স্প্রে করুন। দেখবেন, কিছুক্ষণের মধ্যে পালাবে পিঁপড়ের দল। 

২. নুন সহজ সমাধানঃ পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হল নুন। যেখানেই পিঁপড়ে দেখতে পাবেন সেখানেই নুন ছিটিয়ে দিন। জলে নুন মিশিয়েও স্প্রে করতে পারেন। নুন পিঁপড়ে তাড়াতে দারুণ কার্যকরী। 

৩. গোলমরিচের কামালঃ পিঁপড়ে গোলমরিচের ঝাঁঝালো গন্ধ পছন্দ করে না। পিঁপড়ের পথ বা প্রবেশের জায়গার কাছে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই দ্রুত উপকার পাবেন। 

৪. ভিনিগার কার্যকরঃ ভিনেগার,ও পিঁপড়ে তাড়াতে পারে। একটি স্প্রে বোতলে সমান অংশে ভিনিগার এবং জল মিশিয়ে নিন। যেখানে পিঁপড়ে দেখতে পাবেন সেখানে এই মিশ্রণটি স্প্রে করুলেই সুফল মিলবে। 

৫. কফির কেরামতিঃ শুনতে অদ্ভুত লাগলেও পিঁপড়ে তাড়ানোর জন্য কফি একটি কার্যকরী উপায়। সরাসরি পিঁপড়ের উপর কফি ঢেলে দিতে পারেন অথবা জলে কফি মিশিয়ে স্প্রে করুন। দুটি পদ্ধতিই পিঁপড়ে তাড়াতে ভাল কাজ করে।