আজকাল ওয়েবডেস্ক: মুখের ছোটখাটো খুঁত ঢাকতে মেকআপের বিকল্প নেই। বিশেষ করে মহিলাদের যে কোনও জায়গায় যাওয়ার আগে মেকআপের কথা মনে আসে। পেশাদার রূপটান শিল্পী না হলেও একটু আধটু মেকআপ করতে সকলেই জানেন। কিন্তু শুধু মেকআপ করলেই তো হল না! মেকআপের পর বিভিন্ন সরঞ্জামের যত্ন নেওয়াও প্রয়োজন। কারণ অযত্নে সেই সব দামি জিনিসপত্র যেমন অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে, তেমনই ক্ষতি পারে ত্বকেরও। তাহলে লিপস্টিক থেকে ফাউন্ডেশন, কনসিলার থেকে মাস্কারা সহ বিভিন্ন প্রসাধনীর কীভাবে যত্ন নেবেন, জেনে নিন।
* মেকআপের সরঞ্জামের জন্য খুব আর্দ্রতাযুক্ত জায়গা কিংবা প্রবল রোদ কোনওটাই ভাল নয়। কারণ আর্দ্র জায়গায় মেকআপের জিনিস রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আবার অতিরিক্ত তাপমাত্রাতেও নষ্ট হয়ে যেতে পারে তরল জাতীয় মেকআপের সরঞ্জাম। সেক্ষেত্রে সাধারণ তাপমাত্রা রয়েছে এমন জায়গায় একটি নির্দিষ্ট ব্যাগে মেকআপের জিনিসপত্র রাখতে পারেন।
* প্রতিটি প্রসাধনীর গায়েই কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ লেখা থাকে। সেই সময়সীমা যেন অনেক দিন থাকে, তা কেনার সময়ে খেয়াল রাখুন। নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ব্যবহার করে নেওয়ার চেষ্টা করুন।
* লিপস্টিক সবসময়ে শুকনো, ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। এতে দীর্ঘদিন লিপস্টিক ভাল থাকবে। একইসঙ্গে লিপস্টিকে যেন থুতু বা লালা লেগে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এতে অল্পদিনেই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
* কাজল বা লিপলাইনারে অনেক সময়ে ছত্রাক জন্মায়। বিশেষ করে অতিরিক্ত আর্দ্রতায় নরম হয়ে গেলে প্রসাধনী খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারেন।
* মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করাও অত্যন্ত জরুরি। হালকা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ পরিস্কার করতে পারেন। যার জন্য গরম জল নিন। তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু ফেলে দিন। এবার তার মধ্যে ব্রাশগুলি ভিজিয়ে রাখুন। কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখলেই ব্রাশের সব ধরনের রং উঠে যাবে। শেষে ঠান্ডা জলে ধুয়ে নিন ব্রাশগুলি।
* মেকআপের নানা ধরনের সরঞ্জামের মধ্যে স্পঞ্জ অন্যতম। এটিকে পরিষ্কার করার জন্য অনেকেই জলের তলায় ধরে কচলে ধুয়ে নেন। কিন্তু তাতে স্পঞ্জে জমে থাকা সব ময়লা দূর হয় না! সেক্ষেত্রে একটি পাত্রে অলিভ অয়েল এবং তরল সাবানের মিশ্রণ তৈরি করে স্পঞ্জটি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ওই মিশ্রণ থেকে তুলে জলের তলায় রেখে ভাল করে পরিষ্কার করে নিন। দু'সপ্তাহে একবার এভাবে মেকআপের স্পঞ্জ পরিষ্কার করতে পারেন৷
