আজকাল ওয়েব ডেস্ক:  কোনও মানুষকে পছন্দ করার পিছনে যেমন অনেক কারণ থাকে, ঠিক তেমনই চারপাশে অনেকেই আছেন যারা আমাদের অপছন্দ করেন। মুশকিল হল, সরাসরি অপছন্দ করার মতো কোনও কথা যে বলেন তেমনটা নয়। কিন্তু মনে থাকে এক রাশ নেতিবাচক অনুভূতি। প্রিয়জনদের মধ্যেও অনেক সময় এমন মানুষ থাকেন যারা পরোক্ষভাবে আপনাকে পছন্দের তালিকায় রাখেন না। আর সেই অপছন্দের কারণ যৌক্তিক নাও হতে পারে। তবে কে আপনাকে পছন্দ করেন না তা যদি বুঝতে পারেন তাহলে মানুষ চিনতে অনেক বেশি সুবিধা হয়। সেক্ষেত্রে আপনাকে কেউ অপছন্দ করেন কিনা তা যেসব লক্ষণ দেখলে বুঝবেন, জেনে নেওয়া যাক সেই বিষয়ে। 

১. কথোপকথনের মাঝেই চুপ হয়ে গেলে বুঝবেন সামনের মানুষটি হয়েতো আপনাকে পছন্দ করেন না। অর্থাৎ কোনও মজার কথা বললে কিংবা স্বাভাবিক কথোকথনের উত্তর না দেওয়াও অপছন্দ করার ইঙ্গিত। 
২. কেউ আপনার নাম ধরে না ডাকলেও হতে পারে সেই মানুষটি আপনাকে পছন্দ করেন না। 
৩. পছন্দের মানুষদের সঙ্গে আমরা সবসময়ে চোখে চোখ রেখে কথা বলতে চাই। তাই কেউ যদি আপনার দিকে তাকিয়ে কথা না বলেন তাহলে হয়েতো আপনি সেই মানুষটির কাছে পছন্দের নন। 
৪. শুভাকাঙ্খীরা সবসময়েই আমাদের সাফল্যে শুভেচ্ছা জানান। কিন্তু কেউ আমাদের অপছন্দ করলে তিনি এমন আচরণ করতে পারেন যেন আপনার সাফল্য তিনি খেয়ালই করেননি। 
৫. অপছন্দের মানুষের সঙ্গে ভাববাচ্যে কথা বলার প্রবণতা দেখা যায়। তাই আপনার সঙ্গে প্রায়ই কেউ ভাববাচ্যে কথা বলছে কিনা সেদিকে খেয়াল রাখুন। 
৬. পরিচিত-প্রিয়জনদের আমরা ভাল-মন্দের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। কিন্তু তা যদি প্রকাশ্যে অপ্রস্তুত পরিস্থিতি তৈরি করে তা মোটেও ঠিক নয়। 
৭. যে কোনও বিষয়ে আপনাকে ভুল প্রমাণিত করা, অস্মানিত বোধ করালেও সেই মানুষটি হয়েতো আপনাকে পছন্দ করেন না। 
৮. যারা আপনাকে অপছন্দ করেন তাঁরা সাধারণ দু’রকম অর্থ আছে এমন কথা বেশি বলে থাকেন। 
৯. কেউ আপনাকে অপমান করলে, যিনি আপনাকে পছন্দ করেন না, তিনি সেই পরিস্থিতিতে মজা করতে পারেন। 
১০. অপছন্দ করলে আপনার অনুপস্থিতিতে খারাপ কথা বলতে পারেন।