আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্টি সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে৷ যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আগামী ফেব্রুয়ারি মাসে সূর্য ও মঙ্গল-সহ চারটি নিজেদের অবস্থান বদল করবে। আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর ১১ ফেব্রুয়ারি শনির রাশি কুম্ভে গোচর করবে বুধ। ঠিক এর পরের দিন, ১২ ফেব্রুয়ারি সূর্যও প্রবেশ করবে কুম্ভে। এর ফলে কুম্ভ রাশিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। আবার সেখানে শনিও অবস্থান করায় শনি, বুধ ও সূর্যের যুতিতে গঠিত হবে ত্রিগ্রহী যোগ। এরপর বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। আবার নিজের স্থান বদলে মীন রাশিতে যাবে বুধ। আর এই সব গ্রহের স্থান পরিবর্তনের প্রভাবে লাভবান হবে ৫ রাশি। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নেওয়া যাক-
মেষ রাশি- ফেব্রুয়ারি মাসে বিরাট সাফল্য পাবেন মেষ রাশির জাতকরা। উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। চাকরিতে পদোন্নতির সুযোগ পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মিথুন রাশি শীঘ্রই মিথুন রাশির সুদিন ফিরতে চলেছে৷ দাম্পত্য জীবনের সমস্যা মিটবে।পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাবেন। অফিসে কাজের প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে এবার কঠোর পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারবন। আপনার জন্য অন্যের উপকার হবে।
কর্কট রাশি- ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির ভাগ্য সদয় হবে। তবে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন, কারণ গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। খুব পরিচিতদের দ্বারা ঠকতে পারেন। তবে যতই বাধা আসুক, নিজের বুদ্ধিমত্তায় আপনি সব পরিস্থিতি জয় করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
সিংহ রাশি- চার গ্রহের স্থান বদলে সিংহ রাশির উপর প্রভাব পড়বে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। সমাজে খ্যাতি-প্রতিপত্তি বাড়বে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
কুম্ভ রাশি- ফেব্রুয়ারি মাসে নানা দিক থেকে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। পরিবারে কোনও বিবাদ হলে তা মিটিয়ে নিন। আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকরি-ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।।
