আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি রাশি স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। গ্রহদের রাজা সূর্য বর্তমানে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আগামী ১৫ ডিসেম্বর,  রাত ১০:১৯ টায় সূর্য ধনু রাশিতে পাড়ি দেবে। এরপর  ১৪ জানুয়ারি সকাল ০৯:০৩ টায় মকর রাশিতে গমন করবে। সূর্যের ঘর বদলে ৫ রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে। তাহলে অর্থ-সাফল্যে ভরবে কাদের জীবন? জেনে নেওয়া যাক-

কর্কট রাশি- সূর্য গোচরের ফলে কর্কট রাশির  জন্য শুভ সময় হতে চলেছে। কোনও আইনি মামলায় মীমাংসা হতে পারে। হঠাৎ আর্থিক লাভের যোগ রয়েছে। এই সময়ে যে কোনও সাফল্যে পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন, চাকুরীজীবীদের উন্নতির সুযোগ রয়েছে।পরিবারের সমস্যা মিটবে। 

সিংহ রাশি- সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। আগামী দিনে ধনু রাশিতে গ্রহরাজের অবস্থান সিংহ রাশির জন্য লাভজনক হতে চলেছে। পেশাগত জীবনে উন্নতির সুযোগ আসতে পারে। অফিসে কাজের প্রশংসা পাবেন। পরিবারে শান্তি থাকবে। সন্তানের থেকে সুখবর পেতে পারেন। 

তুলা রাশি- সূর্যের ঘর বদলে তুলা রাশির জন্য সৌভাগ্য আসতে চলেছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায়ে বড় বিনিয়োগের সুযোগ আসবে। চাকরিজীবীদের নতুন সুযোগ আসতে পারে।

ধনু রাশি- সূর্যদেবের আশীর্বাদে বিশেষভাবে লাভ পাবেন ধনু রাশির মানুষেরা। হাতের মুঠোয় থাকবে সাফল্য। নতুন চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা, প্রশংসা পেতে পারেন। 

কুম্ভ রাশি- সূর্য গোচরের ফলে কুম্ভ রাশির আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। কর্মক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। দাম্পত্য জীবন সুখের হবে।