আজকাল ওয়েবডেস্ক: নতুন গবেষণা বলছে—যৌনতা শুধু দৃষ্টিগ্রাহ্য বা স্পর্শকাতর অভিজ্ঞতা নয়, ঘ্রাণেন্দ্রিয়ও এতে বড় ভূমিকা রাখে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব কেন্টের মনোবিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য: পুরুষরা নাকি যৌন উত্তেজিত নারীর ঘ্রাণ আলাদা করে চিনতে সক্ষম।
গবেষণার নেতৃত্বদানকারী মনোবিজ্ঞানী ড. আরনো উইসমান জানান, যেমন মানুষের ভয়, দুশ্চিন্তা বা দুঃখ গন্ধের মাধ্যমে অন্য মানুষের কাছে পৌঁছে যায়—তেমনই যৌন উত্তেজনারও একটি আলাদা ঘ্রাণ সংকেত রয়েছে। তিনি বলেন, ‘‘এই গবেষণা ইঙ্গিত করছে যে নারীরা উত্তেজিত হলে তাদের শরীর থেকে বিশেষ ধরনের রাসায়নিক সংকেত নিঃসৃত হয়, এবং পুরুষদের শরীর সেই সংকেত গ্রহণ করে প্রতিক্রিয়া জানায়।’’
গবেষণায় তিনটি পৃথক পরীক্ষা করা হয়। সেখানে অংশগ্রহণকারী পুরুষদের সামনে দেওয়া হয় নারীদের বগল থেকে সংগৃহীত দুটি সেটের ঘ্রাণ নমুনা—একটি যৌন উত্তেজনার সময় নেওয়া, অন্যটি সাধারণ অবস্থায়। প্রথম পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে দেখায়, অধিকাংশ পুরুষ যৌন উত্তেজিত নারীর ঘ্রাণকে ‘আরও আকর্ষণীয়’ হিসেবে মূল্যায়ন করেছেন।
পরবর্তী পরীক্ষাগুলোতে দেখা যায়, শুধু ঘ্রাণই নয়—উত্তেজিত নারীর ঘ্রাণ নিলে পুরুষ অংশগ্রহণকারীদের ঘোষিত যৌন উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, এই রাসায়নিক সংকেত শুধু তথ্য দেয় না—বরং প্রতিক্রিয়াও সৃষ্টি করে।
তবে গবেষকরা জানিয়েছেন, এই উত্তেজক ঘ্রাণ পুরুষদের আচরণে কোন অযাচিত বা অনিয়ন্ত্রিত পরিবর্তন আনেনি। অর্থাৎ, পুরুষরা উত্তেজিত নারীর প্রতি বেশি আকর্ষণ অনুভব করলেও, যারা যৌন সংকেত দিচ্ছে না—তাদের প্রতি আগ্রহ কমে যায়নি।
গবেষণাপত্রে বলা হয়েছে, ‘‘পুরুষরা দৃশ্যমান যৌন সংকেত—যেমন প্রলোভনসুলভ ভঙ্গি বা উন্মুক্ত পোশাক—এর সঙ্গে যখন যৌন ঘ্রাণ সংকেত যুক্ত হয়, তখন যৌন আগ্রহ আরও প্রবল হয়।’’
বিশেষজ্ঞদের মতে, এই ফলাফল মানব বিবর্তনের গতিপথ এবং আন্তঃসম্পর্কে অদৃশ্য যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে। তারা আরও গবেষণার আহ্বান জানিয়েছেন—বিশেষত মানব ঘ্রাণ-যোগাযোগ (chemosignaling) কীভাবে সম্পর্ক, আকর্ষণ, এমনকি সঙ্গী নির্বাচনকে প্রভাবিত করে, তা জানার জন্য।
এখনো এই তথ্য সাধারণ জীবনে কতটা প্রযোজ্য বা কতটা জৈবিকভাবে পরিবর্তনশীল—তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মত গবেষকদের। তবে আপাতত একটি বিষয় পরিষ্কার: যৌন আগ্রহ শুধু চোখে দেখা বা কানে শোনা যায় না, মাঝে মাঝে তা নীরবে বাতাসেও ভেসে থাকে।
