আজকাল ওয়েব ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংখ্যা মোট ৯ টি। আর এই সব গ্রহের স্থান পরিবর্তন মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। শুক্র দৈত্য গুরু নামে পরিচিত। যা সম্পদ, সমৃদ্ধি, সুখ, শান্তি এবং ঐশ্বর্যের জন্য কারক গ্রহ বলে গণ্য হয়। জ্যোতিষশাস্ত্র বলছে,  রাক্ষস গুরু শুক্র রাশি বা নক্ষত্রমন্ডল পরিবর্তন করলে পৃথিবীর সমস্ত জীবকে প্রভাবিত করে। বর্তমানে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে। শুক্র ১৩ সেপ্টেম্বর শুক্রবার ভোর 3 টের সময়  চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। যার জন্য সৌভাগ্য ফিরবে ৩টি রাশির জীবনে। অর্থ-সম্পদ-সুখ-সম্বৃদ্ধিতে ভরে উঠবে কোন কোন রাশি? সেই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক-

মিথুন রাশি-শুক্রের নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জন্য শুভ হতে চলেছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বরের পরে মিথুন রাশির অধিকারীদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। কর্মস্থলে প্রশংসা পাবেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটবে। পরিবারে শান্তি থাকবে।

কর্কট রাশি- শুক্রের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জন্য আশীর্বাদ প্রমাণিত হবে। চাকরিতে সাফল্য আসবে। লাভের মুখ দেখতে পারেন ব্যবসায়ীরা। দাম্পত্যে সুখ থাকবে। পরিবারে কোনও সুখবর আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ঝামেলায় ফেলবে না। 

তুলা রাশি- ১৩ সেপ্টেম্বরের পরে  তুলা রাশির মানুষদের জীবনে আনন্দের দিন আসতে চলেছে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরি কিংবা ব্যবসা যে কোনও পেশার মানুষেরা সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে বাড়তে পারে বেতন। চাকরির সন্ধান করলে শীঘ্রই সুখবর আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে।