আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে৷ তাই প্রতিটি গ্রহের স্থান পরিবর্তনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে৷ শুক্রকে ধন-বৈভব, প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুণ্ডলীতে শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই শুত্রের অবস্থান পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে বড় বদল আনতে পারে।
চলতি মাসে নক্ষত্র বদল করতে চলেছেন শুক্র। আগামী ১৬ মে শুক্রদেব মীন রাশিতে থেকে বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। ৩১ মে পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন। যার ফলে তিন রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে। কারা ভাগ্যের চাকা ঘুরবে, জেনে নিন-
বৃষঃ শুক্রের নক্ষত্র বদল বৃষ রাশির জন্য লাভজনক হতে চলেছে৷ সংসারে অর্থ সংকট মিটবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পেতে পারেন৷ কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রম কাজে আসবে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
মিথুনঃ শুক্রের প্রভাবে মিথুন রাশির ভাগ্য সদয় হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অফিসে কাজের প্রশংসা পাবেন। নতুন কাজের দায়িত্বও পেতে পারেন৷ ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে৷ পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মীনঃ মীন রাশির উপর শুক্রের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। কাজের চাপ বাড়তে পারে। তবে পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে৷ অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে।
