আজকাল ওয়েব ডেস্ক: শুক্র গ্রহ সময়ে সময়ে গতিবিধি পরিবর্তন করতে থাকে। আর তারই সঙ্গে আমাদের জীবনে শুভ ও অশুভ ফল নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্রে শুক্রের রাশি পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবনের সমস্ত খাতেই প্রভাব পড়ে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুক্র যখন কোনও ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করে, তখন সেই ব্যক্তির জীবনে কোনও কিছুর অভাব হয় না। শুক্রের ইতিবাচক প্রভাবে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
আগামীকাল ২৫ অগস্ট রাত ১টা ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। কন্যা রাশি হল বুধের রাশি। শুক্র ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সেখাবে থাকবে। এই সময়তেই বদলে যাবে তিন রাশির ভাগ্য। তাহলে সৌভাগ্য ফিরবে কাদের? জেনে নিন।
বৃষ-শুক্রের গোচরের সঙ্গে বৃষ রাশির সৌভাগ্য ফিরবে। বাড়বে ধন-সম্পত্তি, মিলবে পরিবারের সুখ-সমৃদ্ধি। শুক্র বৃষ রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করবে। এই রাশির অধিকারীদের মানসিক সমস্যার অবসান ঘটবে। মজবুত থাকবে আর্থিক অবস্থা। দাম্পত্য কলহ মিটে যাবে, স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া বাড়বে।
কন্যা - কন্যা রাশির প্রথম ঘরে শুক্র গমন করবে। যার ফলে আপনার আগের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। বাড়বে আয়ের উৎস। নতুন চাকরির সুযোগ রয়েছে। ব্যবসাতেও ভাল লাভ অর্জন করবেন। জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হবে। বিয়ের জন্য ভাল প্রস্তাব পেতে পারেন।
বৃশ্চিক- শুক্র বৃ্চিক রাশির একাদশ ঘরে প্রবেশ করবে। আপনি যদি এই রাশির অধিকারী হন তাহলে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। কমবে মানসিক চাপ। সঙ্গীর সঙ্গে জীবন সুখে কাটবে। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা এবং উচ্চ শিক্ষার বড় সুযোগ পাবেন। বহুদিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মোক্ষম সময়। সুসময় জীবনে আনবে অর্থ-সম্পত্তি।
