আজকাল ওয়েবডেস্ক: বুধবার মানেই শ্রী গণেশের দিন। তার উপর আজ ১৬ জুলাই মনের কারক চন্দ্র মীন রাশিতে গোচর করবেন। সূর্যদেব থাকবেন মিথুন রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ কৃষ্ণা ষষ্ঠী তিথি। আজকের গ্রহ-নক্ষত্রের সংযোগ কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ ইঙ্গিত দিচ্ছে। কর্মজীবন, আর্থিক অবস্থা, সম্পর্ক এবং স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে তারা আজ সৌভাগ্যের অধিকারী হতে পারেন। এই বিশেষ দিনে শ্রী গণেশের কৃপায় বদলে যেতে পারে কয়েকটি রাশির ভাগ্য। প্রাচীন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন রাশির ভাগ্য ভাল থাকবে আজ?

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। গ্রহের অনুকূল অবস্থানের কারণে দীর্ঘদিনের কোনও আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা নতুন কোনও চুক্তি বা বড় অর্ডার পেতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে। বিনিয়োগের জন্যও দিনটি শুভ। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবেন। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে। প্রেমে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্য সার্বিক ভাবে ভাল থাকলেও সর্দি কাশির সমস্যা হতে পারে।

আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান প্রাপ্তির দিন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ সকলের নজর কাড়বে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। যদি সফলভাবে তা পালন করতে সক্ষম হন, তবে সেটিই হতে পারে সাফল্যের সিঁড়ি। যাঁরা উচ্চপদে কর্মরত তাঁদের কর্মক্ষেত্রে প্রভাব ও প্রতিপত্তি আরও বাড়বে। বিশেষ করে যাঁরা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। সামাজিক ক্ষেত্রেও মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে হারানো উষ্ণতা আসবে। সঙ্গীর সঙ্গে কোনও মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। তবে নিজের আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে দেবেন না। আজ অহংকার করলেই পতন অনিবার্য।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি সম্পর্কের দিক থেকে বিশেষভাবে ভাল যাবে। বিভিন্ন ভিন্নধর্মী মানুষের সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আজ ব্যক্তিগত ও পেশাগত জীবনে শান্তি নিয়ে আসবে। যদি কোনও পুরোনো বিবাদ বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অংশীদারী ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। নতুন অংশীদারিত্ব শুরু করার জন্যও আজ একটি শুভ দিন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ কাজে নতুন প্রেরণা খুঁজে পাবেন। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য দিনটি আধ্যাত্মিক এবং মানসিক শান্তির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্বজ্ঞা বা ইনটুইশন আজ খুব শক্তিশালী থাকবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শিল্পী, লেখক বা যেকোনও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অসাধারণ সাফল্য লাভ করতে পারেন। তাঁদের ভাবনা ও কল্পনা আজ নতুন উচ্চতায় পৌঁছাবে। কর্মক্ষেত্রে কোনও জটিল সমস্যার সৃজনশীল সমাধান করে প্রশংসিত হতে পারেন। ধ্যান বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পাবেন। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। তবে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে অন্যথায় পৌনঃপুনিক ব্যয় বেড়ে যেতে পারে।

 

সর্বোপরি, আজকের দিনটি বৃষ, সিংহ, তুলা এবং মীন রাশির জন্য একাধিক ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনতে পারে। তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র একটি সম্ভাবনার শাস্ত্র। ব্যক্তিগত প্রচেষ্টা এবং কর্মই আপনার ভাগ্যকে চূড়ান্ত রূপ দেবে। তাই সুযোগকে কাজে লাগান এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন।