আজকাল ওয়েবডেস্ক: হিন্দু ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির নিজস্ব তাৎপর্য রয়েছে। তবে তার মধ্যে কয়েকটি পূর্ণিমা রয়েছে যাদের বিশেষত্ব। যেমন কার্তিক পূর্ণিমা। চলতি বছরে ১৫ নভেম্বর শুক্রবার কার্তিক পূর্ণিমা পড়ছে। কথিত রয়েছে, এই পূর্ণিমার দিনে চাঁদ তার সমস্ত মহিমায় পূর্ণ থাকে। সেই কারণে এই দিনে লক্ষ্মী-নারায়ণের পুজো করার প্রথা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার কার্তিক পূর্ণিমায় মার্গী হতে চলেছে শনি।
দীপাবলির পর শনি গ্রহ বিপরীতমুখী থেকে প্রত্যক্ষ হতে চলেছে। আগামী ১৫ নভেম্বর শনিদেব তার নিজস্ব কুম্ভ রাশিতে প্রত্যক্ষ হতে চলেছেন।যার অশুভ প্রভাব পড়বে কয়েকটি রাশির জীবনে। অর্থসংকট, কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে ৩ রাশির।তাহলে কাদের সাবধান থাকবে হবে? জেনে নেওয়া যাক-
কর্কট রাশি: কার্তিক পূর্ণিমার দিন থেকে খুব একটা ভাল সময় যাবে না কর্কট রাশির। স্বাস্থ্যের বিষয়ে নজর দিতে হবে। বাড়তে পারে মানসিক চাপ। অর্থসংকটে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। সার্বিক পরিস্থিতিতে মন মেজাজে প্রভাব পড়বে। অশুভ প্রভাব এড়াতে সাবধানে থাকতে হবে।
মকর রাশি: ১৫ নভেম্বর থেকে মকর রাশির কঠিন সময় আসতে চলেছে। বিভিন্ন নেতিবাচক পরিস্থিতিতে মনের উপর প্রভাব পড়বে। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও কারণে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে নিজে শান্ত থাকলে সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারবেন।
মীন রাশি: শনি মার্গী হওয়াতে বিরূপ প্রভাব পড়তে চলেছে মীন রাশির উপর। ভোগাতে পারে স্বাস্থ্য। যতটা সম্ভব পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। প্রেমের সম্পর্কে প্রভাব পড়তে পারে। কাজে যতই ব্যস্ত থাকুন, প্রিয়জনকে সময় দিতে হবে। নাহলে ভবিষ্যতে সম্পর্কে বড় সমস্যায় পড়তে পারেন।
