আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। প্রতি মাসে সূর্যের রাশি পরিবর্তন হয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা সূর্যদেব গত ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন। অন্যদিকে, ১৫ নভেম্বর কর্মফলদাতা শনি মার্গী হয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি ও সূর্যের গুরুত্ব ব্যাপক। তাই এই দুই গ্রহের অবস্থান বদলের ফলে তিনটি রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। হাতের মুঠোয় সাফল্য, সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন। তাহলে টাকার পাহাড়ে উঠবেন কারা? জেনে নেওয়া যাক-

মেষ রাশি- আয় বাড়বে। নতুন কোনও পন্থায় আয়ের উৎস খুঁজে পাবেন। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনও বিনিয়োগ করতে পারেন। যাতে ভবিষ্যতে বড় লাভ হওয়ার সুযোগ রয়েছে। সন্তানের পড়াশোনার কোনও সুসংবাদ পেতে পারেন।

বৃষ রাশি- কর্মক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি থাকবে। অফিসে পদোন্নতির সুযোগ আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। পরিবারে শান্তি থাকবে।

কন্যা রাশি- শনি ও সূর্যের অবস্থান বদলের ফলে কন্যা রাশির অধিকারীদের উপর শুভ প্রভাব পড়বে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরি-ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে। চাকরিতে বেতন বাড়তে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজের প্রশংসা পাবেন। বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে।