আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হয়। নয়টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে। প্রায় আড়াই বছরে শনি এক রাশি থেকে অন্য রাশিতে যায়। বারোটি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় ৩০ বছর সময় লাগে। এই সময়ে,তিনি কখনও মার্গী, আবার কখনও বিপরীত পথে গোচর করেন।
আগামী ১৩ জুলাই শনিদেব মীন রাশিতে মার্গী হতে চলেছেন। এরপর ২০২৫ সালের ২৮ নভেম্বর পর্যন্ত এই সোজা গতিতে থাকবেন। শনির এই চালে তিন রাশির ভাগ্যের চাকা ঘুরবে। শীঘ্রই কাদের কপাল খুলতে চলেছে? জেনে নেওয়া যাক-
বৃষ: শনির মার্গী দশা বৃষ রাশির জীবনে সুখের দিন আনতে চলেছে। শীঘ্রই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই রাশির মানুষেরা। অনেক দিনের অপূর্ণ কাজ এবার শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসে পদোন্নতি হতে পারে, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
কর্কট: শনিদেবের মার্গী হওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্য খুলবে কর্কট রাশির। চলতি বছরের শেষে এই রাশির অধিকারীরা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন। বর্তমান চাকরিতে পদোন্নতি এবং বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন।
মকর: শনিদেবের আশীর্বাদে মকর রাশির ভাগ্যে বদল হতে চলেছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কোনও আইনি মামলা চললে নিষ্পত্তি হতে পারে। সব বাধা কেটে হাতের মুঠোয় থাকবে সাফল্য। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
