আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হয়। নয়টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে। প্রায় আড়াই বছরে শনি এক রাশি থেকে অন্য রাশিতে যায়। বর্তমানে শনি বক্রী চলনে রয়েছে। আগামী ৩১ অক্টোবর দীপাবলিতে শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবে।  কালীপুজোর পর আগামী ১৫ নভেম্বর সোজা পথে ফিরবেন শনিদেব। কোনও গ্রহ উল্টোদিকে ঘোরা থেকে নিজের সোজাপথে ফিরে আসলে বৈদিক জ্যোতিষ অনুসারে সেই গ্রহটি মার্গী হয় বা মার্গী দশায় ফেরে। আর শনি মার্গী হলে বেশ কয়েকটি রাশির জীবনে উপচে পড়বে অর্থ-খ্যাতি। তাহলে দেখে নিন সোনায় মুড়বে কাদের কপাল? 

মেষ রাশি- শনির মার্গী চলন মেষ রাশির জন্য লাভজনক হতে চলেছে। ব্যবসায় বড় লাভের সুযোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। এবার নিজের পরিশ্রমের দাম পেতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি- এবারের দীপাবলি বৃষ রাশির জন্য শুভ হতে চলেছে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন, যা কর্মজীবনের গ্রাফকে বাড়িয়ে দেবে। পদের সঙ্গে সঙ্গে বাড়বে টাকাও। পরিবারে বিবাদ কেটে ফিরবে সুখের দিন।

কর্কট রাশি- আগামী দিনে আর্থিক দিক দিয়ে বড় উন্নতির যোগ রয়েছে কর্কট রাশির। ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যও আগের থেকে ভাল হবে।

মকর রাশি- এবারের দীপাবলি মকর রাশির জন্য আনন্দের হতে পারে। আর্থিকভাবে মোটা টাকা লাভ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের কিছু বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের এই সময় নতুন চাকরি পাওয়ার যোগ আছে। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমবে।

কুম্ভ রাশি- শনির মার্গী চলনে সবচেয়ে বেশি লাভবান হবে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশিতেই বক্রী চলন ছেড়ে মার্গী হবে শনি। আর্থিকভাবে উন্নতির সুযোগ পাবেন। নিজের ব্যক্তিত্ব দিয়ে অনেকের মন জয় করবেন। বাড়বে আত্মবিশ্বাস। দাম্পত্য জীবনের অশান্তি মিটবে।