আজকাল ওয়েবডেস্কঃ আজ ২৭ মে মঙ্গলবার শনি জয়ন্তী পালিত হচ্ছে। সূর্যপুত্র শনিদেব জ্যৈষ্ঠ অমাবস্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতি বছর এই তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি হলেন কর্মফলের দেবতা। সেই কারণেই শনির দশা যার চলে, তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। কথিত রয়েছে, শনি জয়ন্তীতে কিছু কাজ করা উচিত নয়। নচেৎ শনিদেবের রোষে তছনছ হতে পারে জীবন।
কী কী করবেন না
* মা, স্ত্রী, বোন বা অন্য কোনও মহিলাকে অপমান বা অসম্মান করলে শনির কুদৃষ্টি থেকে বাঁচতে পারবেন না।
* দরিদ্র, অসহায় এবং নিঃস্ব মানুষের উপর নির্যাতন করলে রুষ্ট হন শনিদেব। সেই ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়।
* শাস্ত্র মতে, মিথ্যে কথা বললে শনিদেবের রোষে পড়তে হয়। এই দিন কোনও খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন।
* শনি জয়ন্তীর দিনে মাংস সহ অন্যান্য আমিষ খাবার এবং অ্যালকোহল খাওয়া অশুভ বলে মনে করা হয়। এই দিনে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন।
* পশু-পাখির সঙ্গে কঠোর আচরণ করলে শনিদেব অসন্তুষ্ট হতে পারেন।
শনির দশা কাটাতে কী করবেন
* শাস্ত্র মতে, নিষ্ঠা ও নিয়ম মাফিক পুজো করলে প্রসন্ন হন শনিদেব। জীবনের যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
* অশ্বথ গাছের গোড়ায় এদিন জল ঢালতে পারেন এবং সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে আসুন। এতেই কাটতে পারে শনির দশা।
* শনিদেবের মূর্তির সামনে কালো মাস কলাইয়ের ডাল, কালো তিল, সরিষার তেল, কালো পোশাক অথবা কালো ছাতা দান করা শুভ।
* শনিজয়ন্তীতে ১০৮ বার 'ওম শণ শনাইশ্চরায় নমঃ' মন্ত্রটি জপ করুন। যে কোনও শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন
* একটা বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন। তারপর এই তেলটা দান করে দিলেও শনির দশা কেটে যেতে পারে।
