আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন করে। যার প্রভাব ১২টি রাশির মানুষদের উপর দেখা যায়। গ্রহদের রাজা সূর্য প্রতি মাসে একবার তার চিহ্ন পরিবর্তন করে। সূর্য বর্তমানে সিংহ রাশিতে রয়েছে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। যেখানে কেতু গ্রহ আগে থেকেই অবস্থান করছে। এরপর ২৩ সেপ্টেম্বর গ্রহের রাজপুত্র বুধ কন্যা রাশিতে গমন করবে। কন্যা  রাশিতে এই তিন গ্রহের মিলনে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। যার ইতিবাচক প্রভাব পড়বে তিনটি রাশির উপর। তাহলে কোন কোন রাশির টাকার ভাগ্য খুলতে চলেছে? জেনে নেওয়া যাক- 

তুলা রাশি: ত্রিগ্রহী যোগ তুলা রাশির অধিকারীদের জন্য শুভ। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময় অনুকূল। কাজের জন্য বাড়বে মান সম্মান। কোনও শারীররিক সমস্যা থাকলে তা সেরে যাবে। পরিবারে সুখবর পেতে পারেন। স্ত্রীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। 

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির মানুষদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে ত্রিগ্রহী যোগ। বুধ, সূর্য ও কেতুর আশীর্বাদে কাটবে আর্থিক সংকট। আচমকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন করে লাভের মুখ দেখতে পারেন। এই সময়ে ব্যবসায় আর্থিকভাবে বিনিয়োগ করলে দ্বিগুণ লাভের সুযোগ রয়েছে। বিনিয়োগে মুনাফা হবে। অনিয়ম না করলে স্বাস্থ্যও ভাল যাবে। যে কোনও কাজে সাফল্য আসতে পারে। চাকরিতে পদোন্নতি ও বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। 

মকর রাশি: মনের মানুষের খোঁজ পেতে পারেন। অর্থ ও ক্ষমতা বাড়তে পারে। আয় বেশি হওয়ায় বাড়বেসঞ্চয়ও। কোনও গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ এবার শেষ করার সুযোগ পাবেন। পরিবারে শান্তি থাকবে। পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন।