আজকাল ওয়েবডেস্ক: প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন? কিন্তু এসি চালালেও বিপদ! বিদ্যুৎবিল সামলাতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে নতুন একটি আবিষ্কার। এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ সমাধান দিলেন মার্কিন বিজ্ঞানীরা। পারডিউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন এক বিশেষ রং আবিষ্কার করেছেন, যা দেওয়ালে লাগালে সূর্যের তাপ ঘরে ঢোকার আগেই প্রতিহত হবে। ফলে বাড়ির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাবে।

পারডিউ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিওলিন রুয়ান-এর নেতৃত্বে এই সাদা রং তৈরি করা হয়েছে। গবেষকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে ভাল সূর্যরশ্মি প্রতিফলক রং। পরীক্ষায় দেখা গিয়েছে, এই রং সূর্যের ৯৮ শতাংশ রশ্মি এবং ইনফ্রারেড তাপ প্রায় সম্পূর্ণভাবে প্রতিফলিত করতে সক্ষম। রুয়ান বলেন, “এই রং দেওয়ালে বা ছাদে লাগালে ঘরের তাপমাত্রা বাইরের চেয়ে প্রায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রাখা সম্ভব। বড় শহরে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে এই রং ভবিষ্যতের অন্যতম প্রয়োজনীয় প্রযুক্তি হয়ে উঠতে পারে।”

গ্রীষ্মকালে যে হারে এয়ার কন্ডিশনারের ব্যবহার বেড়ে যায়, তাতে বিদ্যুৎ খরচ এবং কার্বন নিঃসরণও বাড়ে কয়েক গুণ। প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ে। এই রং ব্যবহার করলে এসির প্রয়োজন অনেকাংশে কমে যাবে। এই রঙের মূল উপাদান হল বেরিয়াম সালফেট। এটি একটি প্রাকৃতিক খনিজ, যা আলোর প্রতিফলনে অত্যন্ত কার্যকর। কাজেই প্রকৃতির কোনও ক্ষতি হবে না এই রঙে। পারডিউ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি বড় রং প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক চুক্তি হয়েছে গবেষকদের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১-২ বছরের মধ্যেই এই সাদা রং বাজারে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। দাম নির্ভর করবে চাহিদার উপর।