আজকাল ওয়েবডেস্ক: এক সময় বিশ্বমঞ্চে বাংলা ছবি সমানে টক্কর দিয়েছে হলিউডকে। সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের ত্রিমূর্তি বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছে বছরের পর বছর। অথচ সেই তেজ যেন আজ অস্তমিত। বিশ্বমঞ্চ তো দূর, বলিউড কিংবা দক্ষিণী ছবির সঙ্গেও টক্কর দিতে পারছে না বাংলা ছবিগুলি। তার নেপথ্যে একটি অন্যতম বড় কারণ বাঙালি নিজেই। বাঙালিই যেন বাংলা ছবির কদর করে না আর। অথচ বাংলা ছবির সৌন্দর্য্যে আজও বুঁদ তাবড় তাবড় তারকারা। সম্প্রতি ভাইরাল হওয়া রাজকুমার রাও-এর একটি সাক্ষাৎকারে ফুটে উঠল সেকথাই।

বলি তারকা বিশ্বখ্যাত চলচ্চিত্র ওয়েবসাইট আইএমডিবিকে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন, সেখানেই সঞ্চালিকা তথা অভিনেত্রী ওয়ামিকা গাব্বি রাজকুমারকে প্রশ্ন করেন, তাঁর সবচেয়ে পছন্দের পাঁচটি ছবি কী কী? তাঁর মতে কোন কোন ছবি সকলের দেখা উচিত? উত্তরে রাজকুমার জানান, তাঁর পছন্দের তালিকায় সবার উপরের দিকে থাকবে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’, ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ এবং আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘আসা যাওয়ার মাঝে’ বা ‘লেবার অব লাভ’।

পাশাপাশি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা জানান, এম এস সত্যুর ক্লাসিক ছবি গরম হওয়া, সিন বেকারের ‘দ্যা ফ্লোরিডা প্রজেক্ট’, মনিরত্নম পরিচালিত এবং কমল হাসান অভিনীত ‘নায়াকান’ ও তাঁর পছন্দের সেরা ছবিগুলির তালিকায় থাকবে।