আজকাল ওয়েব ডেস্কঃ গালে, কপালে বা নাকের পাশে কালো ছোপ মেচেতার দাগ অনেকের মুখেই দেখা যায়।যারা নিয়মিতভাবে হরমোনের ওষুধ খান তাদের জন্য এটি খুবই সাধারণ সমস্যা।আবার যাদের সুগার, হাই ব্লাড প্রেশারের সমস্যা বা কোনও হরমোন ঘটিত অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতেই পারে।
ত্বকে পিএইচের ভারসাম্য বজায় রাখতে অনেকেই মুখে গোলাপজল ব্যবহার করেন। র্যাশ বা ত্বকের উপর কোনও রকম প্রদাহ কমাতে গোলাপ জল দারুণ কার্যকরী। এছাড়াও সেন্সিটিভ ত্বকে রোদ লাগলে ত্বক জ্বালা করে, অস্বস্তি হয়।এই ধরনের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে গোলাপ জল।কিন্তু গোলাপের পাপড়িও যে একইভাবে ত্বক ভালো রাখতে ও মুখের জেল্লা ধরে রাখতে একইভাবে কাজে দেয়, তা কি আপনি জানেন? এবার জেনে নিন কীভাবে আপনি ব্যবহার করবেন গোলাপ।সরাসরি গোলাপের পাপড়ি ত্বকে মেচেতার দাগ দূর করতে পারে।কীভাবে সম্ভব জানুন।
একটি পাত্রে কয়েকটি শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি নিন।সঙ্গে দিন দু'চামচ চাল ও দুটি আমন্ড বাদাম।কয়েকটি জায়ফলকে মিক্সারে মিহি করে গ্ৰাইন্ড করে আলাদা জায়গায় রেখে দিন।সেখান থেকে এক চামচ জায়ফলগুঁড়ো দিন।সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে দিন।এই পাউডারটি দশ দিন রেখে দিতে পারবেন। ব্যবহার করার সময় শুষ্ক ত্বক হলে এক চামচ দই ও তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এক চামচ গোলাপ জল দিন।ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন।দশ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। গোলাপের পাপড়ির সঙ্গে আমন্ড বাদামেরও ত্বকের পরিচর্যায় যথেষ্ট গুণ রয়েছে।আমন্ডে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্টের থাকায় ত্বককে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে।ত্বকের ভিতরে জমে থাকা টক্সিন বের করে দেয়।
ভাল ফলাফল পেতে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই পদ্ধতিটি ব্যবহার করলে পনেরো দিনে মেচেতার দাগ দূর হবে নিমেষেই।দাগহীন ত্বক নজরে আসবেই সবার।
