আজকাল ওয়েবডেস্ক: হিন্দু পঞ্জিকা অনুসারে, আজ ৬ এপ্রিল ২০২৫ সালের রামনবমী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। চৈত্র নবরাত্রির এই নবম দিনটিতে কন্যাপুজোর সঙ্গে নবরাত্রির সমাপ্তি ঘটে। আজ রামনবমীর দিন তিনটি বিরল যোগ অর্থাৎ রবি পুষ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং সুকর্মা যোগ তৈরি হতে চলেছে। এছাড়াও, একই দিনে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবেন। ১৩ বছর পর এমন দুর্লভ যোগে তিন রাশির ভাগ্যের চাকা ঘুরবে।
মেষ: আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। স্থায়ী চাকরি, ব্যবসা ছাড়াও আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। মানসিক শান্তি ও যোগাযোগ দক্ষতা বাড়বে। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হবে। যা আপনার আয় দ্বিগুণ করতে সাহায্য করতে পারে।
কর্কট: নতুন কাজ শুরু করতে পারেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন। জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। ব্যবসার কাজে বিদেশ যেতে পারেন। বড় কোনও আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নিতে পারেন।
ধনু: সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল হবেন। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। অনেক দিন ধরে কোনও মানসিক চাপ থাকলে এবার স্বস্তি পাবেন। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ হবে। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
