রকুলপ্রীত সিংয়ের স্বাস্থ্যোজ্জ্বল, দাগছোপহীন ত্বক অনায়াসেই নজর কাড়ে সকলের। আপনিও কি তাঁর মতো এমন সুন্দর দাগহীন ত্বক পেতে চান? তাহলে অভিনেত্রী যে যে জিনিসগুলো করে সেগুলোকেই মেনে চলতে হবে। তিনি শুটিংয়ে থাকুন বা বাড়িতে কিছু ঘরোয়া টোটকা মানে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য। 

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি কোনও রাসায়নিক প্রোডাক্ট নয়। বরং কলা, মধু, লেবুর রস, টমেটো বা আলুর রস, মালাই, দই, এসব বাজেট ফ্রেন্ডলি, ঘরোয়া উপকরণ দিয়েই রূপচর্চা করেন। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'ঘরের জিনিস দিয়েই রূপচর্চা করি। হলুদ, বেসন, কলার মাস্ক এসবই। আপনার ত্বক কেমন, কী চাইছে সেই মতো যত্ন প্রয়োজন। যদি ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে থাকে তাহলে কলার মাস্ক। যদি অয়েলি ত্বক হয় তাহলে হলুদ, বেসন, কাঁচা দুধ। ট্যান দূর করার জন্য টমেটো ব্যবহার করি। শুটিংয়ে বাইরে থাকলে টমেটো কেটে মুখের উপর লাগিয়ে রাখি।' অভিনেত্রী জানান তিনি এসব তাঁর মায়ের থেকেই শিখেছেন। ফল খাওয়ার পর তার খোসা দিয়ে প্যাক বানিয়ে তিনি মুখে লাগাতেন। 

তবে রকুলপ্রীতের পছন্দের ফেসপ্যাক হল বেসন, দই এবং হলুদ। এটা বানানোর জন্য কী করতে হবে? পরিষ্কার একটা বাড়িয়ে বেসন নিন। তাতে দই দিয়ে দুটোকে ভাল করে মেশান। এবার এতে এক চিমটে হলুদ দিয়ে ফের ভাল করে ফেটান। হাত বা ব্রাশ দিয়ে গোটা মুখ এবং গলায় এই প্যাক লাগিয়ে নিন। প্যাক লাগানোর আগে মুখ এবং গলা পরিষ্কার করে নেবেন। প্যাক লাগানোর পর অন্তত ১৫-২০ মিনিট রাখবেন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। হালকা হাতে গোল গোল করে ঘষে সবটা তুলে ফেলুন। মুখ ধুয়ে পছন্দের ক্রিম বা ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। যদি আপনার ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক হয় তবে এই প্যাকে একটু মধু মিশিয়ে নেবেন। আর অয়েলি স্কিন হলে লেবুর রস। 

কলার মাস্ক বানাতে চাইলে একটা কলা ভালভাবে চটকে নিন। দেখবে যাতে কোনও দলাভাব না থাকে। তাতে দিয়ে দিন দই এবং মধু। ভাল করে সবটা মিশিয়ে মুখে লাগান। উজ্জ্বলতা চাইলে এক দুই ফোঁটা লেবুর রস দেবেন এতে। একই রকম ভাবে মিনিট ১৫-২০ রেখে ধুয়ে ফেলুন। 

ট্যান পড়লে টমেটো বা আলুর রস বের করে সেটা ব্রাশ বা তুলোয় করে গোটা মুখে লাগান। ১০-১৫ রেখে ভাল করে ধুয়ে নিন। 

সারাদিন রোদে ঘোরার বা ধুলো ধোঁয়ায় কাটানোর পর ত্বককে ফ্রেশ রাখতে চাইলে বাড়ি ফিরে বরফ জলে মুখ ডুবিয়ে রাখুন। এতে ত্বকের ক্লান্তি ভাব যেমন দূর হবে, তেমনই দূর হবে ধুলোময়লা। 

এক্সফোলিয়েশনের জন্য পেঁপে আদর্শ বলে মনে করেন রকুল। এটার জন্য একটা পাকা পেঁপে চটকে তাতে মধু, দই বা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ইনিত রেখে ধুয়ে ফেলুন।