আজকাল ওয়েব ডেস্ক: শনির পরে সব থেকে ধীর গতির গ্রহ হল রাহু ৷ ১৮ মাস বা দেড় বছরে এক রাশি থেকে আরও এক রাশিতে যায় ছায়াগ্রহ রাহু। একইসঙ্গে একটি নির্দিষ্ট সময় ছাড়া রাহু নক্ষত্র পরিবর্তন করে থাকে৷ বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এই গ্রহ৷ আর শনির নক্ষত্রে থাকার কারণে বেশি পরিমাণে শক্তি অর্জন করেছে৷ আসলে শনির পরম মিত্র রাহু। আর শনির নক্ষত্রে বিরাজমান হওয়ায় শক্তি বেড়েছে৷ যার ফলে কয়েকটি রাশির উপর বিস্তর প্রভাব পড়তে চলেছে। শুধু রাহু নয়, সঙ্গে শনিদেবের বিশেষ কৃপাও থাকবে কয়েকটি রাশির উপর। জ্যোতিষ শাস্ত্র মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে রাহু। এরপর পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে কপাল খুলবে ৩ রাশির। তাহলে সৌভাগ্যের দিন আসছে কাদের? জেনে নেওয়া যাক। 

কুম্ভ রাশি: রাহুর নক্ষত্র পরিবর্তনে কুম্ভ রাশির জীবনে বড়সড় প্রভাব পড়তে চলেছে ৷ রাহু অষ্টম ঘরে বিরাজমান ৷ যার ফলে এই রাশির মানুষেরা অনেক ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের জন্য শুভ সময়। আইন আদালতের মামলায় জড়িত থাকলে নিষ্কৃতি পেতে পারেন৷ পরীক্ষায় সাফল্য আসতে পারে।

মকর রাশি: ব্যবসায় লাভের মুখ দেখবেন। বিদেশ থেকে ব্যবসায় সুযোগ আসতে পারে৷ জীবনের যাবতীয় ক্ষেত্রে নানান সমস্যার সমাধান হতে পারে। বিভিন্ন বিষয়ে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে।  হঠাৎ বিশাল অঙ্কের টাকার প্রাপ্তি যোগ রয়েছে। পরিবারের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটাবেন ৷ ঋণ থেকে মুক্তি পেতে পারেন।  

মেষ রাশি: রাহুর কৃপায় শুভ প্রভাব পড়বে মেষ রাশির উপর। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।