আজকাল ওয়েবডেস্ক: শনির পরে সব থেকে ধীর গতির গ্রহ হল রাহু ৷ ১৮ মাস বা দেড় বছরে রাহু এক রাশি থেকে অন্য রাশিতে যায়। একইসঙ্গে একটি নির্দিষ্ট সময় ছাড়া রাহু নক্ষত্র পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে কেতুরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহকে ছায়া গ্রহ বলা হয়। যখনই রাহু-কেতুর গতিবিধিতে পরিবর্তন আসে, তখন তার শুভ-অশুভ প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপর। গত ১৬ মার্চ রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং কেতু উত্তরাফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। যার ফলে ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে৷ আপনিও আছেন সেই তালিকায়? জেনে নিন- 

মেষ রাশি: রাহু-কেতুর গোচর মেষ রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। সংসারে আর্থিক সংকট কাটবে। জমি সংক্রান্ত মামলায় লাভ পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। 

কর্কট রাশি: ছায়া গ্রহের স্থান বদল কর্কট রাশির উপর শুভ প্রভাব ফেলবে। দীর্ঘদিনের স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে শুরু করবে। সামাজিক কাজের প্রতি ঝোঁক বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে বড় আর্থিক লাভ পেতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

ধনু রাশি: রাহু-কেতুর প্রভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার কাজ পছন্দ হবে৷ কাজের নতুন দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।