আজকাল ওয়েবডেস্ক: শনির পরে সব থেকে ধীর গতির গ্রহ হল রাহু ৷ এই গ্রহ সবসময়ে বক্রী চলনে অর্থাৎ উল্টো গতিতে গোচর করেন। জ্যোতিষশাস্ত্রে রাহুর বিশেষ গুরুত্ব রয়েছে।মনে করা হয়, যাদের কুণ্ডলীতে রাহুর শুভ দৃষ্টি থাকে তাদের ভাগ্য উজ্জ্বল হয়। ১৮ মাস বা দেড় বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যান ছায়াগ্রহ রাহু। বর্তমানে রাহু মীন রাশিতে রয়েছেন। আগামী ১৮ মে সন্ধে ৭টা ৩৫ মিনিটে শনির রাশি কুম্ভতে প্রবেশ করবেন রাহু। আর শনির সঙ্গে রাহুর সুসম্পর্কের কারণে এই সময়ে ৪টি রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে। কোন রাশির ভাগ্যে বিরাট বদল আসতে চলেছে, জেনে নিন

মেষ: রাহুর গোচরে মেষ রাশি লাভবান হবে।কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ বিদেশ ভ্রমণে যেতে পারেন। সার্বিকভাবে জীবনে সুখ, বিলাসিতা বাড়বে। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন। পরিবারে শান্তি থাকবে।

মিথুন: রাহুর গোচরে মিথুন রাশির সুদিন ফিরবে।অনেক কঠিন কাজেও সহজে সাফল্য পাবেন।নতুন গাড়ি কিনতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নিজের ভাবমূর্তি সকলের কাছে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বদলে যাবে।

কর্কট: রাহুর গোচর কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতি বয়ে আনবে। বিভিন্ন বিষয়ে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। হঠাৎ বিশাল অঙ্কের টাকার প্রাপ্তির যোগ রয়েছে। পরিবারের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটাবেন।ঋণ থেকে মুক্তি পেতে পারেন।

ধনু: রাহুর ঘর বদল ধনু রাশির জন্য অনুকূল হবে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কর্মজীবনে নতুন কাজের দায়িত্ব পাবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে অনেক ভাল হবে। আইন আদালতের মামলায় জড়িত থাকলে নিষ্কৃতি পেতে পারেন৷ পরীক্ষায় সাফল্য আসতে পারে।