আজকাল ওয়েবডেস্ক: আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। ১৪৩২। যতই সময়ের সঙ্গে সঙ্গে সবেতে পরিবর্তন আসুক, বাঙালির কাছে আজও পয়লা বৈশাখ বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষ ও বাস্তুমতে, বছরের প্রথম দিনে বেশ  কয়েকটি কাজ করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়, থাকে না অর্থকষ্টও। আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কী কী করলে সারা বছর ভাল কাটবে- 

 

* নববর্ষে লক্ষ্মী, গণেশের মূর্তি বাড়িতে এনে পুজো করা শুভ।
* পয়লা বৈশাখে হলুদ আর সিঁদুর লাগানো আমপাতা ঘরের দরজায় লাগালে বাস্তুদোষ দূর হবে।
* বছরের প্রথম দিন সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন ৷ ঝগড়া এড়িয়ে চলা প্রয়োজন।
* নববর্ষে কড়ি কিনে লক্ষ্মীর আসনে রাখুন। এতে সংসারে শ্রীবৃদ্ধি হবে।
* পয়লা বৈশাখে বাড়িতে পায়েস রান্না করতে পারলে খুব ভাল হয়। এর ফলে বাড়ির মঙ্গল সাধন হয়।
* বছরের প্রথম দিন বাড়ির সদস্যদের মিষ্টি ও দই খাওয়ানো শুভ বলে মনে করা হয়।
* পয়লা বৈশাখে দরিদ্রদের দান করুন। এদিন খাবার এবং নতুন পোশাক দান করলে সারা বছর আর্থিক অনটন থাকে না। 
*বাস্তু অনুযায়ী, এদিন ব্যবসায়ীরা একটি ধাতুর কচ্ছপ ব্যবসার স্থলে প্রতিষ্ঠা করে পুজো করলে সুফল পাবেন। এতে আটকে থাকা কাজও খুব সহজে সম্পন্ন হয়।
* নববর্ষের প্রথম দিনে ভুলেও ঝাঁটা, জুতো কিনবেন না। সারাবছর বিপদ পিছু ছাড়বে না।