আজকাল ওয়েবডেস্ক: বাস্তুশাস্ত্রে বিভিন্ন ঘটনাকে শুভ-অশুভ আখ্যা দেওয়া হয়েছে। আমাদের জীবনে প্রতিটি ঘটনার আলাদা তাৎপর্য রয়েছে। অদূর ভবিষ্যতে কী ঘটতে চলেছে, সেই বিষয়েই ইঙ্গিত দিয়ে থাকে এই সব ঘটনা, এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। । তেমনি একটি ঘটনা হল বাড়িতে পায়রার আনাগোনা। অনেকের বাড়িতে প্রায়ই পায়রা আসে। কখনও চিলেকোঠোয়, আবার কখনও ব্যালকনিতে এই পাখি বাসা বাঁধে। তাড়ানোর চেষ্টা করলেও অনেক সময়ে বাড়ির পিছু ছাড়ে না পায়রার দল। আপনার বাড়ির আনাচেকানাচেও কি পায়রার যাতায়াত? তাহলে কখনও ভেবে দেখেছেন শুভ না অশুভ, এটি কোন ইঙ্গিত বহন করে? আসুন জেনে নেওয়া যাক-
বাড়িতে পায়রা আসা খুব সাধারণ একটি ব্যাপার। আমাদের অনেকের বাড়িতেই পায়রা থাকে। পোষা পায়রা না থাকলেও অনেক বাড়িতে পায়রা উড়ে এসে বসে। হিন্দুধর্মে আরও অনেক পশু-পাখির মতো পায়রারও উল্লেখযোগ্য স্থান রয়েছে। পায়রা বাসা বাঁধলে গৃহস্থ বাড়িতে বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু সত্যি কি এটি কোনও অশুভ সংকেত দেয়?
পায়রাকে প্রকৃতপক্ষে শান্তি এবং সৌন্দর্যের প্রাণী বলে গণ্য করা হয়। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পায়রা যদি আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ। কথিত রয়েছে, পায়রা ধন-সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক। তাই পায়রা যদি ঘন ঘন বাড়িতে আসে এবং বাসা বাঁধে তাহলে সেটি সুখ-সমৃদ্ধির লক্ষণ বলে ধরা হয়। । যা পরিবারের আর্থিক সংকট কাটাতে এবং ঋণমুক্ত করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
যদিও বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে। বিজ্ঞানের মতে, প্রায়ই বাড়িতে পায়রা আসলে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। ওই বাড়ির সদস্যের অ্যালার্জি, অ্যাজমা সহ শ্বাস-প্রশ্বাসের অসুখ বাড়তে পারে। পায়রার সংস্পর্শে এলে আরও অনেক রোগের ঝুঁকি বাড়ে। তবে বাস্তুমতে, বাড়িতে পায়রা এলে তা সৌভাগ্য এবং আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়।
