অ্যাওয়ার্ড শো হোক কিংবা পার্টি, বলিপাড়ায় রণবীর সিং-এর ফ্যাশন বরাবরই চর্চিত। তাঁর সাজপোশাক নেটগরিকদের নজর এড়াতে পারে না কখনও। তবে সবময়ে যে 'খিলজি'র ভাগ্যে প্রশংসা জোটে তাও নয়, কখনও কখনও নিন্দুকদের সমালোচনাও কুড়োতে হয় অভিনেতাকে। ইদানীং অবশ্য খুব একটা অন্য রকম ফ্যাশনে দেখা যায় না রণবীরকে। আর এবার যেন তাঁকে টক্কর দিতে হাজির হলেন পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি 'কালিন ভাইয়া'র নয়া ফ্যাশন অবতার দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সকলের!
বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি সাধারণত তাঁর পরিমিত জীবনযাপন এবং বাস্তবসম্মত চরিত্রের জন্য পরিচিত। কিন্তু এবার তিনি এমন এক লুক নিয়ে হাজির হয়েছেন যা দেখে ভক্তরা চোখ কপালে তুলেছেন। সবুজ রঙের এমেরাল্ড ভেলভেট কোট পরে অভিনেতা হাজির হন এক স্টাইলিশ অবতারে, যা মুহূর্তে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
পঙ্কজের এই নতুন লুকটি ছিল একেবারে রাজকীয়। সবুজ ভেলভেট কোটের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী লাল ধোতি-প্যান্ট। কোটটির গায়ে সোনালি এমব্রয়ডারি কাজ, মাথায় ছিল ছোট্ট একটি হ্যাট, আর চোখে ছিল আত্মবিশ্বাসের ঝলক। ছবিটি দেখে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, “এ যেন কোনও নবাবি সিনেমার নায়ক!”

পঙ্কজ ত্রিপাঠির নয়া লুক দেখে রসিকতা করতে ছাড়েননি রণবীর সিং। '৮৩' ছবিতে রণবীরের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন পঙ্কজ। সেই স্মৃতির রেশ ধরে 'গুরু' সম্বোধন করেছেন পর্দার 'কপিল দেব'। অভিনেতা লিখেছেন, "আরে, গুরুজি! আমি শুধরে গেলাম আর আপনি বিগড়ে গেলেন।' পঙ্কজের লুকের মতোই রণবীরের প্রতিক্রিয়াও এখন ভাইরাল। উপচে পড়েছে নেটাগরিকদের হাজারো লাইক ও হাসির ইমোজি।
যদিও পঙ্কজের এই নয়া অবতার আদৌ বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ছবিটি সত্যিই কি পঙ্কজ ত্রিপাঠির নতুন ফটোশুট, নাকি এআই দিয়ে তৈরি ডিজিটাল ইমেজ? সন্দেহ প্রকাশ করেছে নেটাগরিকদের একাংশ। কেউ বলেছেন, "মুখ ও শরীরের ভঙ্গি কিছুটা এডিটেড মনে হচ্ছে।" আবার কারওর মতে, "এটি পঙ্কজেরই এক সাহসী নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট।"
বাস্তব হোক বা ডিজিটাল, পঙ্কজ ত্রিপাঠির এই এমেরাল্ড ভেলভেট লুক এখন পুরো বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর অনন্য ফ্যাশন সেন্স এবং রণবীর সিংয়ের মজার প্রতিক্রিয়া মিলিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো জমে উঠেছে হাসি ও প্রশংসার বন্যায়।
