আজকাল ওয়েবডেস্ক: 'দৃষ্টিভ্রম' বা 'অপটিক্যাল ইলিউশন' আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি আকর্ষণীয় উপায়। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এই ধরনের ছবি আমাদের মস্তিষ্ককে এমন জিনিস দেখতে বাধ্য করে যা হয়তো সেই ছবিতে নেই। আমাদের পর্যবেক্ষণ ক্ষমতারও পরীক্ষা নেয়। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে। 

রেডিট ব্যবহারকারী পিচ কার্টুন ছবিটি শেয়ার করেছেন। ছবিটি একটি অগোছালো শোয়ার ঘরের। আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে। জামাকাপড় ছড়িয়ে রয়েছে। এছাড়াও আরও নানা জিনিস পড়ে রয়েছে মাটিতে। এ সবেরই মাঝে আপনাকে খুঁজে বার করতে হবে একটি বিড়াল যেটি লুকিয়ে রয়েছে সব কিছুর ভিড়ে।

যদিও ছবিটিতে পশমের সূক্ষ্ম আভা এবং চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা একটি বিড়ালের অবয়ব দেখা যাবে। অনেক ব্যবহারকারী পোস্টটিতে ছদ্মবেশী বিড়ালটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

যদি আপনি এখনও মাথা চুলকোচ্ছেন এবং ছবির প্রতিটি ইঞ্চি স্ক্যান করছেন, তাহলে উত্তরটি এখানে: বিড়ালটি সুকৌশলে আলমারির নীচের ডান কোণে লুকিয়ে রয়েছে। লন্ড্রি ব্যাগের আংশিক আড়ালে এবং চারপাশের পরিবেশের সঙ্গে নির্বিঘ্নে মিশে গিয়েছে।