আজকাল ওয়েবডেস্কঃ আজকাল কর্মব্যস্ততার জীবনে সময়ের বড্ড অভাব। পার্লারে গিয়ে রূপচর্চার সময় পান না অনেকেই। কিন্তু ত্বকের যত্নে অবহেলা করলে তো চলবে না। বিশেষ করে গরম কালে ট্যানের সমস্যায় গাফিলতি করলেই তা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে। রোদের তাপে ত্বক পুড়ে দেখা দেয় কালো ছোপ সহ একাধিক সমস্যা। আর এই যাবতীয় সমস্যার সমাধানে নামী নামি প্রসাধনী নয়, ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকার উপর। এমনই একটি ঘরোয়া ফেসপ্যাকে নিমেষে দূর করতে পারেন সানট্যান। সপ্তাহে এক দিন সেই প্যাক ব্যবহার করলেই অবিশ্বাস্য ফল দেখতে পাবেন। 

উপকরণঃ ১ চা চামচ মুসুর ডালের গুঁড়ো, ১ চা চামচ চালের গুঁড়ো, ১চা চামচ কফি পাউডার, ১ চা চামচ গোলাপ জল, ২টো ভিটামিন ই ক্যাপসুল এবং পরিমাণ মতো নারকেল তেল।

প্রথমে মুসুর ডাল ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। এবার সেখান থেকে এক চামচ ডালের গুঁড়োর সঙ্গে মেশান চালের গুঁড়ো এবং কফি পাউডার। সঙ্গে নিন ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল ও গোলাপ জল। সবকিছু একসঙ্গে ভাল করে মিশিয়ে পেস্ট বানান। প্যাকটি ২৫-৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এরপরই ত্বকের যা জেল্লা পাবেন তা নামীদামি ফেসিয়ালকে হার মানাবে। নিয়মিত এই প্যাকটি লাগালে হাতেনাতে ফল পাবেন। 

মুসুর ডালের থেকে ভাল এক্সফোলিয়েটরের কাজ করে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সহ ত্বকের মরা কোষ নিমেষে দূর করতে পারে রান্নাঘরের এই উপাদান। চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি দাগছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যাক্ট যা বলিরেখা কমিয়ে ত্বকের তারুণ্য বজায় রাখে। ভিটামিন ই এবং নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে। একইসঙ্গে গোলাপ জল ত্বকে তরতাজাভাব ধরে রাখে।