বেশ মনের মতো সাজগোজ করেছেন, কিন্তু চোখের মেকআপ যে ঢেকে গিয়েছে চমশার আড়ালে। পছন্দের পোশাকের সঙ্গে চশমা যেন বেমানান। কনট্যাক্ট লেন্স পরলে আবার হাজারো ঝক্কি। কিন্তু উপায় তো নেই! দৃষ্টিশক্তি ঠিক না থাকলে চশমা কিংবা কনট্যাক্ট লেন্সেই ভরসা করতে হয় অগুনতি মানুষকে। তবে এবার আর এনিয়ে বিরক্তি পোহাতে হবে না। আইড্রপ দিলেই স্পষ্ট হবে ঝাপসা দৃষ্টিশক্তি। প্রয়োজন পড়বে না চশমার। সম্প্রতি এমনই যুগান্তকারী আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। 

ছোটবেলা থেকে নিশ্চয়ই জেনে এসেছেন, চোখের দৃষ্টি ঝাপসা হলে পাওয়ার মেপে চশমা দেন চক্ষু চিকিৎসক। তারপর থেকে গোটা জীবনের সঙ্গী হয়ে ওঠে চশমা। মুক্তি পেতে অনেকে কনট্যাক্ট লেন্সে সমাধান খোঁজেন। আর এক্ষেত্রেই এক ধাপ এগিয়ে গিয়েছে বিজ্ঞান। সম্প্রতি আমেরিকার ইউ এস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এমন একটি আই ড্রপ বা চোখের ড্রপ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে যা চশমা ছাড়াই দৃষ্টি স্পষ্ট করতে পারে বলে শোনা যাচ্ছে। সেদেশের লেন্স থেরাপিউটিক্সের তৈরি ভিজ নামক একটি যুগান্তকারী চোখের ড্রপ অনুমোদিত হয়েছে যা দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। 

আরও পডুনঃ কিডনি ঝাঁঝরা হওয়ার আগে হাত-পায়ে দেখা দেয় লক্ষণ! কোন কেন উপসর্গ না বুঝলে ঘনিয়ে আসবে বিপদ?

সারা বিশ্বে কোটি কোটি মানুষ ঝাপসা দৃষ্টিশক্তির শিকার। তাই আমজনতার হাতের নাগালে এই ড্রপ এসে পৌঁছলে অভাবনীয় উপকার হবে বলে মনে করছে সংস্থা। মূলত প্রেসবায়োপিয়ার সমস্যায় ভুক্তভোগীরা উপকৃত হবেন। প্রেসবায়োপিয়া একটি বয়সজনিত সমস্যা। এর ফলে কাছের কোনও জিনিস দেখতে অসুবিধা হয়। ৪০ বছরের বেশি বয়সী লোকেরা এই রোগে ভোগেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোনও কিছুতে ফোকাস করার ক্ষমতা কমে যায় চোখের। আর এই ড্রপ ব্যবহার করলে দৃষ্টিশক্তির সাথে আপস না করে বা মায়োপিয়া পরিবর্তন না করে কাছাকাছি বস্তু আরও স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ড্রপ প্রায় ৩০ মিনিটের মধ্যে কার্যকর হবে এবং ১০ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, যা সারা দিন ধরে একবার দিলেই  দৃষ্টিশক্তি বাড়াতে সহায়ক। 

গবেষণায় ৬৮০ জন অংশগ্রহণকারীকে নিয়ে তৃতীয়বারের ট্রায়াল করা হয়েছিস। যেখানে ওই ড্রপ রোগীদের ছোট অক্ষর পড়তে এবং সহজে কাছের কাজ করতে সাহায্য করেছে। পরীক্ষাটিতে রোগীর সুরক্ষা ছিল মূল লক্ষ্য। প্রায় ৩০ হাজারের বেশি চিকিৎসায় কোনও গুরুতর প্রতিকূল ঘটনা ঘটেনি। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকে এই আইড্রপ বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।