আজকাল ওয়েবডেস্ক: বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন (Louis Vuitton) এবার রাস্তায় নামল, তবে একটু অন্যভাবে! তাদের নতুন মেন’স স্প্রিং/সমার ২০২৬ কালেকশনে দেখা মিলল এক অভিনব ব্যাগের — দেখতে একেবারে ভারতের অটোরিকশার মতো! ব্যাগটির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য — প্রায় ৩৫ লক্ষ টাকা!
এই ‘অটোরিকশা ব্যাগ’ ক্যামেল লেদার দিয়ে বানানো, সঙ্গে লুই ভিটনের চিরচেনা মনোগ্রাম প্রিন্ট। ডিজাইন করেছেন কেউ নন, খোদ ফ্যারেল উইলিয়ামস। নেটপাড়ায় এই ব্যাগ ঘিরে শুরু হয়েছে ট্রোল বন্যা। এক জন লিখেছেন, “মধ্যবিত্তের সংগ্রাম এখন উচ্চবিত্তের বিলাসবৈভব!” আরেকজন বলছেন, “কাল প্রাডা নিল ঠাকুমার কোলাপুরি, আজ এলভি নিল আমার অটো। কাল নিশ্চয় ডিওরের টিফিন বক্স আসছে!”
একজন রসিকতা করে লিখেছেন, “দেখি যদি সাউথ দিল্লির আন্টি এই ব্যাগ হাতে অডি থেকে নামেন, আমি হিংস্র হয়ে উঠব!” তবে এই ব্যাগের দামের সঙ্গে এক মুম্বই অটোচালকের গল্প তুলনা করে সবাই চমকে গেছেন। ওই চালক নিজে এক কিলোমিটারও না চালিয়ে শুধুমাত্র ইউএস কনস্যুলেটের বাইরে ব্যাগ রাখার ‘সার্ভিস’ দিয়ে প্রতি মাসে আয় করছেন ৫-৮ লক্ষ টাকা!
