আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে ভালবাসা কোনও প্রতিবন্ধকতা মানে না। মানে না বয়সের পার্থক্যও। সেকথা আরও একবার প্রমাণ করতেই বদ্ধপরিকর ৭৪ বছর বয়সি ইংল্যান্ডের লিডস-এর বাসিন্দা ক্রিস্টিন হেকক্স। সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে ৪০ বছর বয়সি এক তিউনিশিয়ান যুবকের সঙ্গে সংসার পেতেছেন তিনি।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সেই সময় তিউনিশিয়ার এক যুবক হামজা ড্রিডি অনলাইন ইংরেজি শিক্ষার জন্য ভর্তি হন ক্রিস্টিনের ক্লাসে। সেখানেই প্রথম আলাপ দু’জনের। মাত্র ছয় সপ্তাহের মধ্যে ছাত্রের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ক্রিস্টিনা। পরিজনদের আপত্তি উপেক্ষা করে প্রেমিকের টানে নিজের দেশ ছেড়ে তিউনিশিয়ায় পাড়ি দেন ক্রিস্টিনা। সেখানেই হাম্মামেত শহরে একসঙ্গে থাকা শুরু করেন ক্রিস্টিন এবং হামজা। ২০২০ সালে বিবাহবন্ধনেও আবদ্ধ হন দু’জন।
কিন্তু এখন কেমন আছেন তাঁরা? সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ক্রিস্টিনের সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিয়ের পর ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছেন ক্রিস্টিন। আরও জানিয়েছেন, হামজার সঙ্গে অত্যন্ত সুখে আছেন তিনি। এমনকী হামজার মতো শারীরিক সুখ আগে কেউ দেয়নি বলেও দাবি করেছেন ক্রিস্টিন। খুশি হামজাও। তাঁর বক্তব্য, ক্রিস্টিন তাঁর জীবের ধ্রুবতারা। তাঁর রানি। ক্রিস্টিনের বুদ্ধিমত্তারও গুণগ্রাহী হামজা। ইংল্যান্ডে ক্রিস্টিনের দুই সন্তান রয়েছেন, দু’জনেই হামজার থেকে বয়সে বড়। প্রাথমিক ভাবে হামজাকে নিয়ে তাঁদের মনে দ্বিধা থাকলেও এখন তাঁরা মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক মেনে নিয়েছেন বলেও দাবি করেছেন ক্রিস্টিন।
