আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক তেমনই শীঘ্রই শক্তিশালী নবপঞ্চম যোগ গঠিত হতে চলেছে। 

আগামী ১৮ মে গোচর করতে চলেছেন রাহু। কুম্ভ রাশিতে রাহুর স্থান পরিবর্তনের ফলে এই রাশিতে রাহু এবং বৃহস্পতির মিলন হবে। যার ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন দুটি গ্রহ একে অপরের ত্রিকোণ অর্থাৎ ১২০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন নবপঞ্চম রাজযোগ তৈরি হয়। আর এই রাজযোগের শুভ প্রভাবে চার রাশির ভাগ্যের চাকা ঘুরবে। জেনে নেওয়া যাক সুখ-সমৃদ্ধিতে ভরবে কাদের জীবনে। 

মিথুন- নবপঞ্চম রাজযোগ মিথুন রাশির জন্য ইতিবাচক হতে চলেছে। ব্যবসায়ে বিনিয়োগ থেকে বড়সড় লাভ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরীজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। সমাজে যশ-খ্যাতি বাড়বে। 

কন্যা- কন্যা রাশির সুদিন ফিরতে চলেছে।কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। অফিসে কাজের বড় দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

মকর- বৃহস্পতি এবং রাহুর মিলন মকর রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নতুন গাড়ি-বাড়ি কেনার স্বপ্নপূরণ হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 

কুম্ভ- নবপঞ্চম রাজযোগে কপাল খুলবে কুম্ভ রাশির। আত্মবিশ্বাস বাড়বে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে। সন্তানের পরীক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা কমবে৷ যে কোনও নতুন কাজ শুরু করার শুভ সময়।