আজকাল ওয়েবডেস্ক: পরিবার এমন একটি জিনিস যা গড়ে ওঠে পারস্পরিক ভরসা এবং বিশ্বাসের উপর। তাতে কোনও রকম আঁচ এলে নড়ে ওঠে সংসারের ভিত। আর সেই ঘটনা যদি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় তাহলে তো কথাই নেই। সংসারের গোপন কথা বাইরে চলে এলে যে কী হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এক মধ্যবয়স্কা মহিলা।
সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এক দম্পতির ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, দম্পতির ঘরে আসতে চলেছে এক নতুন সদস্য। পশ্চিমী সংস্কৃতিতে সন্তান জন্মানোর আগেই তার লিঙ্গ প্রকাশ করার রীতি রয়েছে। একে বলা হয় ‘জেন্ডার রিভিল’ করা। রীতিমতো পার্টি করে লোকজন ডেকে এই ঘোষণা করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে সব কিছু চলছিল নিয়ম মতোই। কিন্তু হঠাৎই তাল কাটল অনুষ্ঠানের। নেপথ্যে অন্তঃসত্ত্বা মহিলার শাশুড়ি।
মধ্যবয়স্কা ওই মহিলা হঠাৎ করেই পার্টির মধ্যে এমন এক ঘোষণা করেন যা শুনে হতবাক হয়ে যান সকলে। তিনি জানান শুধু পুত্রবধূ নন, তিনি নিজেও অন্তঃসত্ত্বা! আর সেই অনুষ্ঠানে সব পরিজনেরা একসঙ্গে আছেন বলে এই কথাটা সেখানেই ঘোষণা করার সিদ্ধান্ত নিলেন তিনি! পুত্রবধূ এবং ছেলে মুখ বুজে থাকলেও বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি নেটিজেনদের একাংশ। ভাইরাল ওই ভিডিওর তলায় কেউ কমেন্ট করে লিখেছেন, “এই কথাটা বলার আর সময় পেলেন না?” একজনের বক্তব্য, “একেই তো এই বয়সে মা হওয়া আদৌ স্বাস্থ্যকর কিনা তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু যদি তিনি অন্তঃসত্ত্বা হয়েই থাকেন তাহলে এখন ঘোষণা করলেন কেন। এটা তো তাঁর পুত্রবধূর অনুষ্ঠান।”
