আজকাল ওয়েবডেস্ক: মাতৃত্বের এক অনবদ্য নিদর্শন বললেও কম বলা হয়। নিজের সদ্যোজাত সন্তানকে স্তন্যপান করানোর পরেও, হাসপাতালের দুগ্ধ-ব্যাঙ্কে (মিল্ক ব্যাঙ্ক) তিন লিটার বুকের দুধ দান করে নজির গড়লেন এক মা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক প্রসূতির এহেন দানে অভিভূত সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। হাসপাতালের তরফে বিশেষ সম্মান জানানো হয়েছে ত্রিবেণী নামের ওই মহিলাকে।
 
 আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) গুজ্জুলা হেমলতা এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, “নবজাতকের কাছে মায়ের দুধ অমৃতের মতো। অনেক মা-ই নিজের সন্তানকে পর্যাপ্ত দুধ খাওয়াতে পারেন না। সেই সব শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ত্রিবেণীর এই সিদ্ধান্ত অভাবনীয়। দুগ্ধ-ব্যাঙ্কে একলপ্তে এত পরিমাণ দুধ আগে কেউ দান করেননি।”
আরও পড়ুন: আগে সঙ্গিনীর মূত্রের স্বাদ পরীক্ষা করেন, মনমতো হলে তবেই শারীরিক ভাবে মিলিত হন! চেনেন এই মহাশয়কে?
হাসপাতাল সূত্রে খবর, রায়দুর্গমের বাসিন্দা ত্রিবেণী গত ২৪ জুন এই হাসপাতালেই এক পুত্রসন্তানের জন্ম দেন। সময়ের আগেই জন্ম হয় তাঁর সন্তানের। মাত্র সাত মাসে জন্মানোর কারণে শিশুটির ওজন বেশ কিছুটা কম ছিল। ফলে তাকে হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত বিশেষ পরিচর্যা কেন্দ্র তথা এনআইসিইউ-তেই ভর্তি রাখতে হয়। নিজের সন্তানের এহেন শারীরিক প্রতিকূলতার মধ্যেও অন্য শিশুদের কথা ভেবেছেন ত্রিবেণী। নিজের সন্তানের প্রয়োজন মেটার পর অতিরিক্ত স্তন্য তিনি দান করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের কথায়, “এই মহানুভবতা এক জন আদর্শ মায়ের পক্ষেই সম্ভব।”
এই উদারতার স্বীকৃতি হিসাবে হাসপাতালের তরফে ত্রিবেণীকে ‘পুত্তিন্তি সারে’ সম্মান জানানো হয়। নিজের সন্তানকে স্তন্যদান করার পরেও হাসপাতালে ৩ লিটার স্তন্য দান করেন ত্রিবেণী। তাঁকে সম্মান জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পুষ্টিবিদ সাঁই পল্লবী, স্থানীয় কাউন্সেলর, হাসপতালের নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা। এক মায়ের এমন নিঃস্বার্থ পদক্ষেপ যে আরও অনেক অসহায় শিশুর মুখে হাসি ফোটাতে পারে, ত্রিবেণীর এই কাজ-ই তার প্রমাণ, মত স্বাস্থ্যকর্মীদের।
