আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অধিকাংশ মানুষ হস্তমৈথুনের সময় প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কথা ভাবেন—সম্প্রতি এমনই চমকপ্রদ তথ্য সামনে এনেছে এক সমীক্ষা। ‘ওহডোকি’ নামক এক প্লেজার টেক সংস্থার রিপোর্ট অনুযায়ী, ৭৬% পুরুষ এবং ৫৯% মহিলা স্বমেহনের সময় প্রাক্তন সঙ্গীর কথা মনে করেন। বিশেষজ্ঞদের মতে, প্রাক্তনের কথা মনে পড়া মানেই বর্তমান সম্পর্কে সমস্যা আছে, এমনটা নয়। বরং স্মৃতির সুখদ মুহূর্তগুলো কখনও কখনও শারীরিক উত্তেজনাকে বাড়িয়ে তোলে। সেক্স থেরাপিস্ট ডঃ ক্রিস্টি ওভারস্ট্রিটের মতে, অতীত সম্পর্ককে মনে করে বর্তমান যৌনজীবন আরও উন্নত হতে পারে।
তবে শুধু প্রাক্তন নয়, অনেকেই একা সময় কাটাতে ভালোবাসেন। একা হস্তমৈথুনের প্রতি আকর্ষণ অনেকের কাছেই যৌনতার আসল অভিজ্ঞতার থেকেও বেশি। সমীক্ষা জানাচ্ছে, ৩১% পুরুষ এবং ২৬% মহিলা একক হস্তমৈথুনকেই যৌনমিলনের চেয়ে বেশি পছন্দ করেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আত্মসন্তুষ্টির মাধ্যমে নিজের শরীরকে চেনা, নিজের ‘সুইট স্পট’ খুঁজে পাওয়া অনেক সহজ হয়। তবে সেই নির্ভরতাই যদি সঙ্গীর ছোঁয়াকে নিস্তেজ করে তোলে, তাহলে প্রয়োজন খোলামেলা আলোচনা।
নিজের শরীরের প্রতি ভালোবাসা যেমন জরুরি, তেমনই জরুরি আন্তরিক যোগাযোগ—যাতে যৌনতা একা নয়, জোড়াতেও আনন্দ দেয়।
