আজকাল ওয়েব ডেস্ক: যখনই বিভিন্ন গ্রহ ও নক্ষত্র এক সরলরেখায় আসে, তখন তার প্রভাব নানাভাবে আমাদের জীবনে পড়ে। বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে শুভ ও অশুভ যোগ গঠিত হয়। বর্তমানে মঙ্গল, সূর্য ও বৃহষ্পতির মধ্যে বড়সড় সংযোগ তৈরি হয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল, বৃহষ্পতি ও সূর্য পরম বন্ধু। ইতিমধ্যে গতকাল ২৬ অগস্ট থেকে সেই রাজযোগ তৈরি হয়ে গিয়েছে। যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিকে সুখ, সম্বৃদ্ধি, জ্ঞান, গুরু, খ্যাতির দাতা ধরা হয়। এক বছরে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে। এইভাবে, বৃহস্পতির একটি রাশিচক্র সম্পূর্ণ করতে এবং একই রাশিতে ফিরে আসতে ১২ বছর সময় লাগে। এই সময়ে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। আগামী ৯ অক্টোবর বৃহষ্পতি বৃষ রাশিতে বক্রী হতে চলেছে। ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থানে থাকবে। যার শুভ প্রভাব পড়বে তিন রাশিতে। একইসঙ্গে মঙ্গল মিথুনে প্রবেশ করেছে। তাহলে এই মঙ্গল, বৃহষ্পতি ও সূর্যের কারণে কোন কোন রাশির জীবনে অভাবিত আর্থিক উন্নতি হতে চলেছে জেনে নেওয়া যাক।
তুলা- মঙ্গল, বৃহষ্পতি ও সূর্যের বিপরীত রাজযোগে তুলা রাশির অধিকারীদের জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার যদি তুলা রাশি হয় তাহলে শীঘ্রই কোনও ভাল খবর পেতে চলেছেন। দাম্পত্য কলহ মিটে পরিবারে শান্তি ফিরবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। টাকা সঞ্চয় করতে পারবেন। সার্বিকভাবে আর্থিক উন্নতি হবে।
মকর- বর্তমানে মকর রাশিতে বৃহষ্পতি পঞ্চম, মঙ্গল ষষ্ঠ ও সূ্র্য অষ্টম ঘরে অবস্থান করছে। এর ফলে যে বিপরীত রাজযোগ তৈরি হয়েছে তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। মকর রাশির মানুষদের অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায় অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। সন্তানের সুখ-সম্বৃদ্ধি হবে। পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রেও উন্নতি হবে। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে।
মেষ- এই রাশির লগ্নতে সূর্যের অবস্থান। মেঘ রাশির অধিকারীদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। চাকরি-ব্যবসায় সাফল্যের মুখ দেখতে পাবেন। কেরিয়ারে পদোন্নতি হবে। সূর্যের কৃপায় সমস্ত দুর্ভোগ কেটে যাবে। লটারিতে বিপুল টাকা জেতার সুযোগ রয়েছে।
