আজকাল ওয়েবডেস্ক: আজকের Gen Z প্রজন্ম খিদের চেয়ে 'হাইপ'-এর পিছনে দৌড়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে—এমনটাই উঠে এল সাম্প্রতিক এক আলোচনায়। খেতে না পেলেও সমস্যা নেই, কিন্তু ইনস্টাগ্রাম রিল না বানিয়ে একদিনও কাটানো কঠিন—এই মন্তব্য এখন ভাইরাল নেট দুনিয়ায়। এক জনপ্রিয় ডিজিটাল ম্যাগাজিনের জন্য সম্প্রতি একটি ফটোশুট ও সাক্ষাৎকারে অংশ নেয় একদল তরুণ-তরুণী। সেখানেই একাধিক জন সরাসরি বলেন, "আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু রিল বানানো ছাড়া থাকতে পারি না!"—এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

অনেকে বলছেন, এই প্রবণতা আসলে আজকের তরুণ প্রজন্মের জীবনে 'ভিজুয়াল পারফর্মেন্স' কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারই ইঙ্গিত। শুধু ব্যক্তিগত সুখ নয়, ডিজিটাল স্বীকৃতিই যেন হয়ে উঠেছে আসল জীবনের মানদণ্ড। সম্প্রতি Gen Z-দের ঘিরে তৈরি হওয়া একটি ওয়েবসিরিজ বা সিনেমার নামও ঘুরছে আলোচনায়—যেমন দক্ষিণী ছবির 'মনমধুড়ু টু' বা 'জানু' রিমেক। যেখানে যুবসমাজের আবেগ, ভাঙন, সংযোগ এবং ডিজিটাল প্রেমের আবহ ফুটে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এক সময় যেমন যৌনতা নিয়ে খোলামেলা কথা বলা সাহসের ব্যাপার ছিল, এখন ঠিক তেমনই ইনস্টাগ্রাম বা সোশ্যাল লাইফ ছাড়া নিজেকে কল্পনাই করতে পারে না Gen Z প্রজন্ম। সোশ্যাল মিডিয়ার রিল আর 'লাইভ আপডেট'-এর এই যুগে, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, এমনকি খাদ্যাভ্যাসও যেন চলে আসছে পেছনের সারিতে।