আজকাল ওয়েবডেস্ক: অ্যানাকোন্ডা নামটি শুনলেই মনে পড়ে হলি ছবির বিশালাকার দানবীয় সাপের কথা। একের পর এক মানুষকে গিলে খেত সেই সর্পরাজ। বাস্তবেও কিন্তু মোটেই ছোট নয় এই সাপ। বরং পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি এটি। তাই আজও এই সাপ নিয়ে মানুষের ভয়ের অন্ত নেই। সম্প্রতি নেটমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এমনই এক বিশালাকার সাপকে।
ভিডিওটি পোস্ট করেছেন লোরা ইসাবেলা লিয়ন নামের এক তরুণী। সেখানে দেখা যাচ্ছে, নরম বিছানায় চাদর গায়ে শুয়ে রয়েছেন তিনি। কিন্তু চাদর তুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম। সেই একই বিছানায় শুয়ে আছে এক দানবাকৃতি অ্যানাকোন্ডা! তবে তরুণী কিন্তু সাপ বাবাজিকে দেখে মোটেই ঘাবড়ে যাননি। বরং সবাইকে চমকে দিয়ে তিনি নিজেই সাপটির মাথায় হাত বোলাতে শুরু করেন। এর পর যেটা হয় সেটা আরও চমকপ্রদ। সেই অ্যানাকোন্ডার মাথায় চুম্বন করেন তরুণী!
আসলে কলম্বিয়ান এই তরুণী একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ। পাশাপাশি মডেলিং করতেও সিদ্ধহস্ত তিনি। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই বিভিন্ন বন্যপ্রাণীদের সঙ্গে ছবি দেন তিনি। বিশ্বজুড়ে বন্যপ্রাণীদের সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রচার করার জন্যেই তিনি এই কাজ করেন। ইতিমধ্যেই তাঁর এই অ্যানাকোন্ডা ভিডিওটি শেয়ার করেছেন প্রায় ১০ লক্ষ মানুষ। পছন্দ করেছেন ১৩ লক্ষেরও বেশি নেটিজেন।
