আজকাল ওয়েবডেস্ক: স্মার্টফোন বাঁচাতে আমরা ব্যবহার করি ব্যাক কভার। কিন্তু জানেন কি, এই কভারই হতে পারে আপনার ফোনের গোপন ঘাতক? বিশেষজ্ঞদের মতে, মোবাইল কভারের কিছু ধরনের কারণে ফোনে অতিরিক্ত তাপ জমে যায়, যার ফলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। শুধু তাই নয়, ধাতব কভারে সিগনাল দুর্বল হয়ে ড্রপ কল বা ধীরগতির ডেটা কানেকশন ঘটতে পারে।
আরও উদ্বেগজনক তথ্য—অসাবধানে তৈরি বা খাপ না খাওয়া কভারে ফোনে নিজেই স্ক্র্যাচ পড়তে পারে। অতিরিক্ত ভারি কভার ফোনটিকে জাঁকিয়ে ধরার বদলে হয়ে উঠতে পারে বিরক্তির কারণ, এবং অনেকে মনে করেন, এতে ফোনের আসল সৌন্দর্যও ঢাকা পড়ে যায়। তাই মোবাইল কভার বেছে নেওয়ার আগে ভেবে দেখুন—আপনার ফোনের সুরক্ষা চাই, না তার সৌন্দর্য আর পারফরম্যান্স? সতর্ক না হলে রক্ষাকবচই হয়ে উঠতে পারে ফোনের ‘নীরব ঘাতক’!
