আজকাল ওয়েব ডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২ টি রাশির উপরে। আজ সোমবার রাশি বদল করেছে বুধ। গ্রহের রাজকুমার বুধের গোচরের সরাসরি প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির উপর। আজ ২৩ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন‍্যা রাশিতে প্রবেশ করেছে।

কন্যা রাশি হল গ্রহের রাজপুত্র বুধের নিজস্ব রাশি। বুধের অবস্থান সবচেয়ে শক্তিশালী হয় যখন এটি তার নিজের রাশিতে থাকে। আর এই সংযোগকে জীবনের আর্থিক উন্নতির জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কন্যা রাশিতে বুধের আগমনে ভাদ্র রাজযোগ গঠিত হবে এবং একই সঙ্গে বুধও সূর্যের সঙ্গে মিলিত হয়ে বুধাদিত্য রাজযোগ গঠন করবে। যার প্রভাবে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে? জেনে নেওয়া যাক-  

 বৃষ রাশি- বুধ পঞ্চম ঘরে প্রবেশ করছে। যা বৃষ রাশির জন্য শুভ। সন্তানদের প্রতি আরও যত্নশীল করে তুলবে। সন্তানের শিক্ষার জন্য খরচ করতে পারবেন। প্রেমের সম্পর্কে পরিবারের সম্মতি পাবেন। নতুন চাকরিতে যোগদান করতে চাইলে অপেক্ষা করলে সুফল পাবেন।

কন্যা রাশি - চাকরির ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। পেশাগত জীবনে ভাল সময় আসতে চলেছে। এই সময়ে ব্যবসায় লাভের মুখ দেখবেন। স্বাস্থ্য ঠিক থাকবে। অনেকদিনের আটকে থাকা টাকা পেতে পারেন। পরিবারের শান্তি থাকবে।

 

ধনু রাশি- চাকরিজীবীদের জন্য বুধের গোচর শুভ হতে চলেছে। যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের চেষ্টা করলে ভাল চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। বুধের স্থান পরিবর্তন ধনু রাশির অধিকারীর কার্যক্ষমতা বাড়াতে পারে। জীবনে বিলাসিতা আসতে পারে। দামি গ্যাজেট নিতে পারেন কিংবা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

 

মীন রাশি- বুধের রাশি পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে ভাল হবে। চাকরিজীবীরা লাভবান হবেন। তবে বসকে খারাপ কথা বলা এড়িয়ে চলুন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।