আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষমতে, নির্দিষ্ট সময় অন্তর গ্রহদের অবস্থান পরিবর্তন হয়। আবার একাধিক গ্রহের সংযোগে তৈরি হয় গুরুত্বপূর্ণ যোগ। যার প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে। তেমনই শীঘ্রই বুধ আর দেবগুরু বৃহস্পতি তৈরি করতে চলেছেন এক বিশেষ ত্রিএকাদশ যোগ। আগামী ৫ মে ৬০ ডিগ্রির কৌণিক স্থিতিতে এই যোগ তৈরি হবে। এই সংযোগে সবচেয়ে বেশি উপকৃত হবে ৩ রাশি। তাহলে কাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে, দেখে নেওয়া যাক-

বৃষঃ বিগত কয়েক মাস অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য লাভজনক সময় হতে চলেছে। চাকরিতেও প্রমোশন, বেতনবৃদ্ধি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে ভাল ফল হতে পারে। পরিবারে শান্তি থাকবে। নিজের ভাবমূর্তি সকলের কাছে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বদলে যাবে।

কর্কটঃ চাকুরীজীবীদের উন্নতির যোগ রয়েছে। সব দিক থেকে বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন কোনও সম্পর্ক শুরু হতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। নতুন গাড়ি কিনতে পারেন। ব্যবসায়ে বড় চুক্তি বা লগ্নিতে বিপুল লাভবান হবেন। 

মকরঃ অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অনেক কঠিন কাজেও সহজে সাফল্যের যোগ রয়েছে। কর্মজীবনে নতুন দায়িত্ব পাবেন। আইন আদালতের মামলায় জড়িত থাকলে নিষ্কৃতি পেতে পারেন৷ দাম্পত্য জীবনে সুখ থাকবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।