বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আজ মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হওয়ায় তিন রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি অশুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথে বাধা আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বর্তমানে মঙ্গল চিত্রা নক্ষত্রে রয়েছে। আজ ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯:০৮ মিনিটে মঙ্গল স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ হল রাহু। আগামী ১৩ই অক্টোবর সকাল পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন মঙ্গল। রাহুর নক্ষত্রে মঙ্গলের গোচরে কিছু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

বৃষ: রাহুর নক্ষত্রে মঙ্গলের গোচর বৃষ রাশির জন্য লাভজনক হবে। জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবেন। চাকরিতে সাফল্য পেতে পারেন, কর্মক্ষেত্রে কাজের পরিবেশের উন্নতি হবে। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। ভাগ্য আপনার সহায় থাকবে। তাই যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। 


কর্কট: মঙ্গলের গোচরে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধান পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুবই শুভ। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।  মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।


কুম্ভ: রাহুর রাশিতে মঙ্গলের গমন কুম্ভ রাশির জন্য শুভ হবে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ার সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। শেয়ার বাজারে অর্থ লগ্নির সুযোগ হাতছাড়া করবেন না। বাবা-মায়ের স্বাস্থ্যের সমস্যার উন্নতি হবে।