বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আবার দুই গ্রহের সংযোগে গুরুত্বপূর্ণ রাজযোগও তৈরি হয়। ঠিক যেমন শীঘ্রই মঙ্গল ও বুধের লাভ দৃষ্টি যোগ তৈরি হতে চলেছে। যা চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি অশুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথে বাধা আসে। অন্যদিকে, সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ।
বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ১৮ আগস্ট মঙ্গল ও বুধ গ্রহ লাভ দৃষ্টি যোগ তৈরি করতে চলেছে। দুই গ্রহ অর্থাৎ গ্রহের সেনাপতি ও গ্রহের রাজকুমার একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করলে এই রাজযোগ তৈরি হবে। অত্যন্ত শুভ এই যোগ জীবনে সাহস, পরাক্রম, আর্থিক উন্নতির সম্ভাবনা নিয়ে আসে। যা শীঘ্রই চার রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি আছেন তালিকায়? জেনে নিন-
মিথুনঃ মঙ্গল-বুধের লাভ সংযোগের ফলে মিথুন রাশির সুদিন ফিরবে। এই রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি হতে পারে। স্থায়ী রোজগার আগের চেয়ে বাড়বে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল হবে। জীবনের লক্ষ্য পূরণে সাফল্য পাবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য মিটবে।

কর্কটঃ কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে মঙ্গল-বুধের লাভযোগ বিশেষ শুভ প্রভাব ফেলবে। নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে যে কোনও কাজে উন্নতি করতে পারবেন৷ জীবনে স্থিরতা আসবে। সংসারে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে সুরক্ষিত হবে৷ আয়ের কোনও নতুন উৎস খুঁজে পেতে পারেন। চাকরি নাকি ব্যবসা, আপনার জন্য কোনটি সঠিক তা নিজেকেই ঠিক করতে হবে। কারণ সঠিক পেশা বেছে নিলেই সাফল্যের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল-বুধের সংযোগ অত্যন্ত লাভনক হতে চলেছে ৷ চাকরিতে প্রমোশন ও বেতন বাড়তে পারে। বিদেশ থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে৷ সন্তানের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা কাটবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
মীনঃ মঙ্গল-বুধের সংযোগের ফলে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য দুর্দান্ত সময় আসতে চলেছে। যে কোনও বিষয়ে ইতিবাচক মনোভাবই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে৷ বেশ কয়েকদিন ধরে জীবনে বড় সমস্যা চলতে থাকলে এবার তার সমাধান খুঁজে পাবেন। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক থাকবে। বৈবাহিক সম্পর্কে শান্তি থাকবে।
