আজকাল ওয়েবডেস্ক: বিগত কয়েক দিন ধরেই ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে লাক্সারি ব্র্যান্ড প্রাদা। নেপথ্যে পাদুকা বিতর্ক। গত সপ্তাহে মিলানে অনুষ্ঠিত পুরুষদের ২০২৬ সালের গ্রীষ্মকালীন ফ্যাশন শো-তে প্রাদার তরফ থেকে এক বিশেষ ধরনের চপ্পল প্রদর্শিত হয়। ইউরোপের ফ্যাশন দুনিয়ায় নতুনত্ব নিয়ে এলেও সেই চটির ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয় বিতর্ক। দেখা যায় ভারতের ঐতিহ্যশালী কোলাপুরি পাদুকার হুবহু নকল প্রাদার সেই জুতো।

মূলত দলিত চর্মশিল্পীদের হাতে নির্মিত এই জুতো দীর্ঘদিন ধরেই ভারতীয়দের মধ্যে বেশ সমাদৃত। কিন্তু তাঁদের কোনও রকম উল্লেখ না করেই সেই ডিজাইন কার্যত চুরি করার অভিযোগ ওঠে প্রাদার বিরুদ্ধে। উপরন্তু যে জুতোর দাম ভারতের ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে, সেই একই জুতোর দাম লাক্সারি ব্র্যান্ডটি রাখে দেড় লক্ষ টাকা! এতেই চটে যান ভারতীয় নেটিজেনদের একটি বড় অংশ। তীব্র সমালোচনা শুরু হয় প্রাদার।
শেষ পর্যন্ত চাপের মুখে নিজেদের ভুল স্বীকার করে নিতে বাধ্য হয়েছে ব্র্যান্ডটি। তাঁদের প্রদর্শিত স্যান্ডেলের অনুপ্রেরণা যে মহারাষ্ট্র ও কর্ণাটকের ঐতিহ্যবাহী পাদুকা, অবশেষে তা স্বীকার করে নিল ইতালির বিলাসবহুল ফ্যাশন সংস্থা।

সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের প্রদর্শিত জুতোর শৈলী মহারাষ্ট্র এবং কর্নাটকের শিল্পীদের থেকে অনুপ্রাণিত। পাশাপাশি  সাংস্কৃতিক আদানপ্রদানেও তারা বিশ্বাসী। অতীতেও তারা আসল কারিগরদের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। এ বারও তেমনই স্থানীয় ভারতীয় শিল্পীদের শিল্পকর্মের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে প্রাদা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের চেম্বার অফ কমার্স-এর সঙ্গেও যে তারা যোগাযোগ করেছে, সে কথাও জানিয়েছে প্রাদা।