আজকাল ওয়েবডেস্কঃ শরীর-স্বাস্থ্য আমাদের জীবনযাত্রার উপর নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে জটিল রোগের ঝুঁকি কমানো যায়। যার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। সঙ্গে কয়েকটি ঘরোয়া টোটকা মানলেও সুফল পাওয়া যায়। তেমনই বহুবিধ জটিল শারীরিক সমস্যার সমাধানে কার্যকরী লেবুর জল। নিয়মিত লেবুর জল খেলে বিভিন্ন জটিল রোগকে প্রতিরোধ করা সম্ভব।
আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। বর্তমানে কিডনির পাথরের সমস্যা বেড়েই চলেছে। পাথর হলে কিডনি ধীরে ধীরে কার্যকারিতা হারায়। আর এই কিডনির পাথর থেকে মুক্তি দিতে পারে লেবুর রস।
গবেষণায় দেখা গিয়েছে, রোজ সকালে খালি পেটে এক গ্লাস জলে পাতিলেবুর রস মিশিয়ে খেলে কিডনির পাথর থেকে স্বস্তি পাওয়া যায় । আসলে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামজাত পাথর তৈরি হতে দেয় না। এছাড়া যেসব পাথর আকারে বড় সেগুলোকে সাইট্রিক অ্যাসিড ছোট টুকরোতে ভেঙে ফেলে। । ফলে সেগুলো সহজেই সরু মূত্রনালি দিয়ে বের হয়ে যেতে পারে
ভিটামিন সি রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। পাতিলেবুর গুণাগুণ ধমনীকে ভাল রাখতে ও এর কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে। ফলে পরোক্ষে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ও রক্ত চলাচলেও সদর্থক প্রভাব পড়ে।
লেবুর জল খাওয়ার অভ্যাসে শরীরে জলশূন্যতা হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে, শরীরে জমে থাকা টক্সিন দূর করতেও এই পানীয়ের জুড়ি মেলা ভার। এছাড়াও ঘন ঘন সর্দিকাশি, এনার্জি বাড়াতে, দাঁতব্যথায়, ভাইরাসজনিত সংক্রমণ, চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্য ঠিক রাখতেও লেবুর জল দারুণ কার্যকরী।
