আজকাল ওয়েব ডেস্ক: আজ ৩১ অক্টোবর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দীপান্বিতা অমাবস্যা তিথি। দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি উৎসব। একইসঙ্গে বাঙালিদের কালীপুজো। আজকের দিনেই কন্যা রাশির পর তুলা রাশিতে গমন করছে চাঁদ। দীপাবলির দিনে পঞ্চম রাজযোগ, গুরু শুক্রের একত্রে যোগদান, সমাসপ্তক রাজযোগ, শনি কুম্ভ রাশিতে থাকা, শশ রাজযোগ এবং লক্ষ্মী যোগ গঠিত হচ্ছে। এই শুভ রাজযোগের কারণে জ্যোতিষশাস্ত্রে এবারের দীপাবলির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। অমাবস্যার একাধিক শুভ যোগ বেশ কয়েকটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। কালীপুজোর দিন ৫ রাশির সোনায় মুড়বে কপাল। তাহলে বড় অর্থযোগ, সুখ-সমৃদ্ধির রাজ্যে থাকবেন কারা? জেনে নেওয়া যাক-

বৃষ রাশি- দীপাবলিতে তৈরি হওয়া শশ যোগ বৃষ রাশির জন্য শুভ। অনেক দিনের পুরনো বিবাদ মিটে যেতে পারে। উন্নতি, সাফল্যের পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ব্যবসায় বড় বিনিয়োগ করতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দে কাটাবেন দীপাবলি।

মিথুন রাশি- দীপান্বিতা অমাবস্যা মিথুন রাশির জন্য লাভজনক হতে চলেছে। অনেক দিনের চেষ্টার ফল হিসাবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পুরনো চাকরিতেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি ও গাড়ি কেনার যোগ রয়েছে। বিদেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কন্যা রাশি- দীপাবলির সমাসপ্তক রাজযোগ কন্যা রাশির জন্য সুদিন নিয়ে আসবে। আজ বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্যই এবারের দীপাবলি শুভ। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। পরিবারের শান্তি থাকবে।

তুলা রাশি- দীপাবলির দিন ভাগ্যে বড় বদল আসতে পারে তুলা রাশির মানুষদের। আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে পারবেন। বাড়বে সঞ্চয়ের পথ। রাতারাতি বড় অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি- কর্মজীবনে সুবর্ণ সুযোগ পেতে পারেন। যে কোনও কাজে চেষ্টা করলে তার সাফল্যের যোগ রয়েছে। অনেক দিনের ঋণ থেকে এবার মুক্তি পেতে পারেব। কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবনের মানসিক চাপ থেকে অনেকটা হালকা হবেন।